একটা সুন্দর দামি গাড়ির - TopicsExpress



          

একটা সুন্দর দামি গাড়ির শখ তার অনেক দিনের। অনেক কষ্ট করে ধিরে ধিরে টাকা জমিয়ে কিনেও ফেললেন সখের গাড়ি। প্রতিদিন নিজ হাতে অন্তত একবার গাড়ি তার ধোয়া চাই। নিজেই চালান। ড্রাইভারের চালানো তার একেবারেই পছন্দ না। ড্রাইভার চালালে গাড়িতে দুই দিনেই দাগ বসে যাবে। আর তাছাড়া ড্রাইভারের বেতনটাও বেঁচে যাচ্ছে। একদিন তিনি গাড়ি ধোয়ার কাজে বিজি ছিলেন। তার ৫ বছরের মেয়ে ইটের টুকরা নিয়ে গাড়িতে ঘষে ঘষে কি যেন লিখছিল। তিনি একটু পরে বুঝতে পেরেছিলেন। প্রচণ্ড রেগে গেলেন তিনি। আচ্ছা শিক্ষা দিলেন মেয়েকে। মেয়েকে হাত পাততে বললেন। তারপর সজোরে কয়েকবার আঘাত করলেন মেয়ের হাতে। প্রচণ্ড রাগের মাথায় খেয়ালই করেননি তিনি, লোহার তৈরি রেঞ্জ দিয়ে মেয়েকে আঘাত করেছেন। মেয়ের হাত প্রচণ্ড ফুলে গেল। হসপিটালে নিয়ে গেলেন। এক্সরেতে দেখা গেল কচি হাতটির তিনটি আঙ্গুলের হাড় একদম গুড়গুড় হয়ে গেছে। ডাক্তার জানালেন আঙ্গুল তিনটি রক্ষা করার কোন উপায় নেই। হাতে ব্যান্ডেজ করা মেয়ে তাকে জিজ্ঞেস করলো, পাপা, আমি আবার কবে লিখতে পারবো......?? তিনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেয়ের প্রশ্ন শুনে হয়তো কান্নার শক্তিও হারিয়ে ফেলেছেন। তিনি গাড়ির কাছে গিয়ে গাড়িতে প্রচণ্ড জোরে জোরে লাথি মারতে শুরু করলেন। পা ছরিয়ে মাটিতে বসে পরলেন। আর প্রচণ্ড কান্নায় ভেঙে পরলেন। হঠাৎ তার চোখ পরল সেখানে, যেখানে তার লক্ষি মেয়ে ইটের টুকরা দিয়ে ঘষছিল। তিনি একটু কাছে গিয়ে দেখলেন কাঁচা হাতে গোটা গোটা করে লেখা, I LOVE YOU PAPA....... Remember, Anger and Love have no limit. Always remember that “Things are to be used and people are to be loved”. But the problem in today’s world is that “People are being used & Things are being loved”......(Collected)
Posted on: Tue, 05 Aug 2014 13:00:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015