একটু মন দিয় পড়★ ১৮ - TopicsExpress



          

একটু মন দিয় পড়★ ১৮ বছরের ছেলেঃ তুমি কি আমার gf হবে? ১৮ বছরের মেয়েঃ না,আমাকে কি বলদ পাইছ! শালা বেয়াদব! রাস্তাঘাটে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা দেখছি এখনো শেখনি! বেশি তেরিবেরি করলে কিন্তু ইভটিজিংএর দায়ে পুলিশের কাছে ধরাই দেব! ৫ বছরের ছেলেঃ তুমি কি আমার gf হবে? ৫বছরের মেয়েঃ Why not? তোমার ব্যাবহার অনেক সুন্দর। আর তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে তো মন অনেক পরিষ্কার। তোমাকে আমার gf বানাতে কোন আপত্তি নেই,তুমি চাইলে আমি তোমা bfও হতে পারি। ৫ বছরের মেয়ে জানে gf মানে good friend আর bf মানে best friend কিন্তু ১৮ বছরের একটা মেয়ে সেটা জানেনা,তারা gf মানে প্রেমিকা আর bf মানে প্রেমিক মনে করে। Moral: মেয়েরা যত বড় হয় তাদের মনে তত প্যাচ এর সংখ্যা বাড়ে।
Posted on: Tue, 08 Jul 2014 08:17:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015