একটু লক্ষ - TopicsExpress



          

একটু লক্ষ করুন............................ যাদের ফেসবুক আইডি এখনো photo verify এর কবলে পড়েনি তারা সাবধান হয়ে যান। কিন্তু যারা একবার এইটার সমাধান করে ফেলেছেন তারা এবং যাদের ফেসবুক আইডি অনেক পুরাতন তারা এই জটিল photo verify থেকে বেঁচে গেলেন। আমরা অনেকে ফেসবুকে বিভিন্ন ছবিতে ট্যাগ হয়। এই ট্যাগ গুলোর কারণে আমাদের আইডি photo verify করতে বলে। তাই এসব ট্যাগগুলো remove করে দিলে ভাল। আপনি যদি pc দিয়ে remove করতে চান তাহলে ট্যাগ করা ছবিটি আপনি remove করবেন সেটিতে গিয়ে একটি পেন্সিল আইকন দেখবেন এইটাতে ক্লিক করে report/remove tag এ ক্লিক করে I want to untag myself option টি তে ঠিক চিন্হ দিয়ে ok দিয়ে বের হয়ে যান এইবার আপনার ট্যাগ করা ছবিটি remove হয়ে যাবে। আর আপনি যদি মোবাইল থেকে ট্যাগ হওয়া ছবিগুলো remove করতে চান তাহলে যেই ছবিটি remove করবেন ঐ ছবিটির ‍নিচে গিয়ে আপনার নামের পাশে remove লিখাটি দেখতে পাবেন ওখানে ক্লিক করলে আপনি নিশ্চিত হলে ছবিটি remove হয়ে যাবে। আর যাদের আইডি already photo verify করতে বলছে তারা সরাসরি এই page এ যোগাযোগ করুন। আমরা আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব।
Posted on: Thu, 05 Sep 2013 10:45:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015