একটু লক্ষ্য করেন----- বেশ - TopicsExpress



          

একটু লক্ষ্য করেন----- বেশ কিছুদিন ধরে অনেকের আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। ছোট খাট যে কোন সমস্যার কারণে জুকারবার্গ ফেইসবুক আইডিগুলাকে ফটো ভেরিফাই করতেছে। সামান্য ফটো ভেরিফাই করতে দুই/তিন দিন সময় লাগে। আপনার আইডি যদি ফটো ভেরিফাই থেকে বাঁচাতে চান তাহলে নিচের পদ্ধতি টা করে রাখেন। ফটো ভেরিফাই হলেও সেই আইডি ফটো ভেরিফাই ছাড়া রিকভার করতে পারবেন। হোমপেজের setting & privacy > Security তে যান। ৬ নং অপশন Trusted contract এ ক্লিক করেন। সর্বনিম্ন ৩ টা আইডি অ্যাড করা যাবে। আপনার পছন্দমত বিশ্বাসী কয়েকজন কে অ্যাড করেন। যদি আপনার নিজের আইডি অ্যাড করে রাখেন তবে সুবিধা আপনার জন্যই। যেই আইডি অ্যাড করবেন সেটা আপনার লিস্টে থাকতে হবে। অ্যাড করা হয়েছে, এবার কাজ শেষ। যদি আপনার আইডি কখনও এরকম হয় কিভাবে রিকভার করবেন........ আপনার আইডির কোন প্রবলেম হলে জুকারবার্গ এর ফেইসবুক টিম আইডিটা লক করে রাখে। আপনার আইডিতে লগিং করুন দেখবেন ২ টা অপশন আছে। ১. Identified photos of your frnd ২. Trusted contract for help ২ নং অপশনটিতে ফটো ভেরিফাই ছাড়া আইডি রিকভার করতে পারবেন। ২ নং এ ক্লিক করেন দেখবেন যাদের Trusted contract এ অ্যাড করে রেখেছিলেন ওদের নাম শো করবে। তাদের প্রত্যেকের কাছে পৃথক পৃথক কোড যাবে। এই কোড টা পাওয়ার জন্যে facebook/recover এ যেতে হবে। যাদের ট্রাস্টেড কন্ট্রাকে অ্যাড করে রেখেছেন ওদের আইডি থেকে এই অ্যাড্রেসে গেলে আপনার আইডি শো করবে। সেখানে continue দিতে হবে। এর পরে আপনি আপনার কোড টা পেয়ে যাবেন। যে কয়ডা আইডি অ্যাড করে রাখবেন সব গুলাতে একই ভাবে গিয়ে কোড নিতে হবে। যেই আইডিতে যে কোড টা পাবেন সেটা সেই আইডির trusted contract হেল্প এর ফাঁকা ঘরে বসাতে হবে। কোড বসানোর পরে, এবার continue দেন আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে। ফটো ভেরিফাই করলে ২/৩ বা এর বেশী সময় লাগত যেখানে Trusted Contract দিয়ে ভেরিফাই করতে পারছেন ৫ মিনিটে। আর কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন।
Posted on: Sat, 18 Oct 2014 13:19:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015