এটি একটি ছোট পাদটিকা। - TopicsExpress



          

এটি একটি ছোট পাদটিকা। সকলের কাছে অনুরোধ রইল পুরো অংশটি পড়বেন। :::::সত্যের সন্ধানে::::: লেখাঃ আশিক রাফি (লেখক) সত্য মিথ্যার সমন্বয়েই আমাদের এই ধরিত্রী। জীবন তো চলছেই অনবরত।এই দীর্ঘ্য জীবন-পথে আছে অসংখ্য সত্য, আছে মিথ্যা। এসব কথাতো সকলেই জানে। কিন্তু আপনি কোন পথে আছেন..? সবাই হয়ত উচ্চগলায় বলবেন, আমি সত্যের সাথেই আছি।কিন্তু কিছু বিচক্ষণরা বলবে, জীবনে চলার পথে পরিস্থিতি বুঝে কিছু কিছু মিথ্যায় অংশগ্রহণ করতেই হয়।কথাটি অবশ্যই বিবেচণীয়। মানুষ মাত্রই বঁাচতে চায়।চায় সহজ জীবন। জটিলতা কেউই চায় না। ঠিক এ কারণেই মানুষ মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু একবারো কি ভেবে দেখেছেন, ঐ সময়ে যদি আপনি সত্যকে সঙ্গী করেন তাহলে শেষটা কেমন হোত।আপনি হয়ত আঁতকে উঠবেন।বলবেন, এটি কোনভাবেই সম্ভব নয়। এতে আমার পরিচয় নষ্ট হবে, সময় ক্ষেপণ হবে, প্রেমিকা ভেগে যাবে, চাকরী চলে যাবে, কোন কোন ক্ষেত্রে সমাজে স্থানও না পেতে পারি। আমি বলি, যদি একান্তই পরিচয় পেতে চান তাহলে বিবেকের কথা শুনুন। আপনি যা করেন তা কিন্তু আপনার বিবেক নয়। আপনি যার ভয়ে ভয়ে আছেন, সেটিই আপনার বিবেক। একদিন শুনুন না বিবেকের কথা। দেখুন না কি হয়।হয়ত আসবে অনেক বিপদ। কোথাও কোন মূল্য পাবেন না। আপনি যদি নিজের বিশ্বাসে অটল থাকেন, তবে সাফল্য আসবেই। কারণ, সত্যের শেষ অবশ্যই অবশ্যই ভাল হয়।সবাই মিথ্যার আশ্রয় নিয়ে বেঁচে যাবে। কিন্তু আপনি মিথ্যাকে শক্তি হিসেবে ব্যবহার করবেন।এই শক্তির ক্ষমতা অকল্পনীয়।সবাই এটি গ্রহণ করতে পারেনা। যারাই এই শক্তিকে ধারণ করতে পেরেছে, তারাই আজকের ইতিহাসে স্থান করে নিয়েছে। সুতরাং, মিথ্যা বলে বা করে জগৎ ধ্বংশ করবেন না। এই মিথ্যার জগতে শত শত মিথ্যা আপনার সত্যগুলোকে ফুটিয়ে তুলবে। তাই সত্যের সাথেই থাকুন। বিজয় আপনারই হবে।
Posted on: Fri, 19 Dec 2014 07:47:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015