এটিএম আজহারুল ইসলাম (ATM Azharul - TopicsExpress



          

এটিএম আজহারুল ইসলাম (ATM Azharul Islam) এর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কিত বিষয় ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে ট্রাইব্যুনাল-১ এর নির্দেশে এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালের ২৫ জুলাই এটিএম আজহারুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ৪টি ভলিউমে ৩শ’ পৃষ্ঠায় দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে আজহারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ৯ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়। আসুন আমরা জেনে নেই জনাব এটিএম আজহারুল ইসলাম এর বিরুদ্ধে মামলার পদ্ধতিগত ত্রুটিসমূহ: # প্রসিকিউশন পক্ষের ১৮ জন সাক্ষী থাকলেও আসামী পক্ষের জন্য ৫ জন সাক্ষী বেধে দেওয়া হয়। # তদন্ত সংস্থা ও প্রসিকিউশন মামলার প্রস্তুতির জন্য দেড় বছর সময় পেলেও ডিফেন্স পক্ষকে মাত্র ৪ সপ্তাহ সময় দেওয়া হয়। # ট্রাইব্যুনাল সবচেয়ে গুরুত্বপূর্ন সাক্ষীঃ তদন্ত কর্মকর্তার জেরা মাঝ পথে থামিয়ে দিয়েছিলেন। # এই মামলা আমলে নেয়ার আদেশ প্রদান করেছিলেন ইকোনোমিস্ট ও আমার দেশ পত্রিকায় প্রকাশিত স্কাইপ কেলেঙ্কারীর জন্য প্রশ্নবিদ্ধ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত বেঞ্চ যিনি পরে ঐ কেলেঙ্কারীর জন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। #FreeAzharulIslam #SaveBangladesh bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/59791#.VKIv9l4CUw
Posted on: Tue, 30 Dec 2014 15:09:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015