[এডমিন পোস্ট] একটা - TopicsExpress



          

[এডমিন পোস্ট] একটা গ্রুপের পরিচয় বহন করে সেই গ্রুপের মেম্বাররা । যেই গ্রুপের মেম্বারদের কোয়ালিটি বেস্ট সেই গ্রুপের কোয়ালিটি ই বেস্ট । আমরা চাই আমাদের গ্রুপকে সবথেকে কোয়ালিটি সম্পন্ন গ্রুপ হিসাবে তৈরী করতে । সুতরাং আপনাদের সাহায্য ছাড়া আমরা সেই লক্ষ্যে পৌছাতে পারব না । তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে যেন আপনাদের পোস্টগুলার ভেতরদিয়ে আমাদের গ্রুপের অবস্থা প্রতিফলিত হয় । আমরা এন্টি Barcelona না সুতরাং এখানে রাইভালদের নিয়ে অতিরিক্ত চুলকানি না দেখালেও চলবে । আর ট্রল একটা art এইটা খেলার ই অংশ । কিন্তু ট্রল করতে গিয়ে পোস্টের ভাষা যেন বস্তির পর্যায়ে না চলে যায় সেদিকে খেয়াল রাখবেন । আর অন্য কোন দলের প্লেয়ারদের হেয় করাও আমাদের কাজ নয় আর আমাদের গ্রুপে অন্য দলের ফ্যান ও আছে সো সেদিকেও খেয়াল রাখতে হবে । আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা #মাদ্রিদিস্তা দ্যা বেস্ট supporters of football । #আলা_মাদ্রিদ #ভিভা_মেরেঙ্গুয়েস ধন্যবাদ-Real Madrid C.F [Los Merengues]
Posted on: Mon, 03 Nov 2014 06:35:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015