এডুইন হাবল উইকিপিডিয়া, - TopicsExpress



          

এডুইন হাবল উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) এডুইন পাওয়েল হাবল জন্ম নভেম্বর ২০, ১৮৮৯ মার্শফিল্ড, মিসৌরি, যুক্তরাষ্ট্র মৃত্যু সেপ্টেম্বর ২৮, ১৯৫৩ সান ম্যারিনো, ক্যালিফোর্নিয়া বাসস্থান যুক্তরাষ্ট্র জাতীয়তা মার্কিন কর্মক্ষেত্র জ্যোতির্বিজ্ঞান প্রতিষ্ঠান শিকাগো বিশ্ববিদ্যালয় মাউন্ট উইলসন মানমন্দির প্রাক্তন ছাত্র শিকাগো বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচিতির কারণ মহা বিস্ফোরণ হাবলের নীতি লোহিত অপসারণ এডুইন হাবল (১৮৮৯ - ১৯৫৩) একজন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী যিনি ছায়াপথ, মহাবিশ্বের সম্প্রসারণ এবং মহাবিশ্বের আকার-আকৃতি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিলেন। তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন যে আমরা পৃথিবী থেকে যে কুণ্ডলাকার নীহারিকাগুলো দেখতাম সেগুলো প্রকৃতপক্ষে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের মতই এক ধরনেরছায়াপথ। তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল মহাবিশ্বের ক্রম সম্প্রসারণ আবিষ্কার। পরিচ্ছেদসমূহ [আড়ালে রাখো] • ১ জীবনী o ১.১ শিক্ষা জীবন o ১.২ প্রথম বিশ্বযুদ্ধ o ১.৩ মাউন্ট উইলসন মানমন্দির • ২ গবেষণাকর্ম • ৩ পুরস্কার ও সম্মাননা • ৪ তথ্যসূত্র • ৫ আরও দেখুন • ৬ বহিঃসংযোগ জীবনী[সম্পাদনা] শিক্ষা জীবন[সম্পাদনা] হাবল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের অন্তর্গত মার্শফিল্ডে জন্মগ্রহণ করেন। এরপর তিনি শিকাগো এবং ইলিয়নিসে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ১৯১০সালে গণিত এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। স্নাতক ওত্তর পর্যায়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য তিনি রোড্‌স বৃত্তি পান। এই বিশ্ববিদ্যালয় থেকেই ১৯১২ সালে তিনি আইন শাস্ত্রে একটি ডিগ্রী অর্জন করেন। অক্সফোর্ডের অধ্যয়ন শেষে ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে সপরিবারে কেন্টাকিতে বসবাস শুরু করেন। ১৯১৪ সাল পর্যন্ত তিনি কেন্টাকি ও ইন্ডিয়ানা রাজ্যের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের স্কুলে শিক্ষকতা এবং আইন ব্যবসা করে সময় কাটান। ১৯১৪ সালে উইসকনসিনে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইয়ার্কস মানমন্দিরে একটি গবেষণার পদ লাভ করেন। এই পদে যোগ দেয়ার উদদদেশ্যে তিনি কেন্টাকি ছেড়ে উইসকনসিন যাত্র করেন। ১৯১৭ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। প্রথম বিশ্বযুদ্ধ[সম্পাদনা] এর অব্যবহিত পরেই মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জর্জ হেল তাকে ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন মানমন্দিরে কাজ করার জন্য নিমন্ত্রণ জানান। জর্জ হেলের দাওয়াত পাওয়ার সমসাময়িক কালেই যুক্তরাষ্ট্র সরকার জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৪ - ১৯১৮) যোগ দেয়। হাবল দাওয়াত গ্রহণ না করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে একজন স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয়। তার পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য গৃহীত মৌখিক পরীক্ষা শেষের মাত্র তিন দিনের মাথায় তিনি সেনাবাহিনীতে রিপোর্ট করেন। সেনাবাহিনী প্রথমে তাকে ফ্রান্সে পাঠায় এবং এরপর থেকে ১৯১৯ সাল পর্যন্ত তিনি জার্মানিতে কর্মরত থাকেন। মেজর পদ নিয়ে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। মাউন্ট উইলসন মানমন্দির[সম্পাদনা] অবশেষে ১৯১৯ সালে হাবল মাউন্ট উইলসন মানমন্দিরের নিমন্ত্রণ গ্রহণ করেন। এই মানমন্দিরে একটি ১০০-ইঞ্চি (২.৫-মিটার) হুকার দূরবীক্ষণ যন্ত্র ছিল। ১৯৪৮ সাল পর্যন্ত এই দূরবীনটি পৃথিবীর বৃহত্তম হুকার দূরবীন ছিল। কর্মজীবনের বাকি সময়টা তিনি এই মানমন্দিরে কাজ করেই কাটান; এখানেই তিনি জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার ও পর্যবেক্ষণগুলো করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯ - ১৯৪৫) কারণে তার গবেষণা কর্ম কিছুটা বাধাগ্রস্ত হয়। এই মহাযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। গবেষণাকর্ম[সম্পাদনা] ইয়ার্কস মানমন্দিরে কাজ করার সময় হাবল আকাশে কিছু কুণ্ডলাকার বস্তু খুব নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। এই কুণ্ডলীহুলো ছিল পৃথিবী থেকে দৃশ্যমান নীহারিকা। অবশ্য বর্তমানে একে আর নীহারিকা বলা যায় না। বর্তমানে একটি ছায়াপথের অভ্যন্তরে ধূলি এবং গ্যাসের মেঘকে নীহারিকা বলা হয়। হাবল যখন এই পর্যবেক্ষণ করেছিলেন তখন জ্যোতির্বিজ্ঞানীরা নীহারিকা ও দূরবর্তী ছায়াপথসমূহের মধ্যে পপর্থক্য করতে পপরতেন না। কারণ উভয়কেই কুণ্ডলীত বস্তুর মত দেখাতো। হাবল বিশেষত দুইটি নীহারিকার আচরণ নিয়ে উৎসাহী হয়ে উঠেন। এই দুইটি ছিল বৃহৎ ম্যাজেলানিয় মেঘপুঞ্জ এবং ক্ষুদ্র ম্যাজেলানিয় মেঘপুঞ্জ (Magellanic Clouds)। ১৯১২ সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী হেনরিয়েটা লিভিট ম্যাজেলানিয় মেঘপুঞ্জের দুটি তারার উজ্জ্বলতা নির্ণয় করে পৃথিবী থেকে তাদের দূরত্ব বের করার চেষ্টা করেছিলেন। এই পর্যবেক্ষণ করতে যেয়ে তিনি বিষম তারা এবং হলুদ তারা নিয়েছিলেন কারণ এদের উজ্জ্বলতা পরিবর্তিত হয়। বিষম তারার একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে যত বেশি সময় লাগে এর উজ্জ্বলতাও তত বেশি হয়। অর্থাৎ এর গড় পরম মান তত বেশি হয়। একটি তারার প্রকৃত উজ্জ্বলতা এবং পৃথিবী থেকে দৃশ্যমান উজ্জ্বলতার তুলনা করে তিনি পৃথিবী থেকে তারাটির দূরত্ব পরিমাপ করেন। তারা বা নীহারিকাটির একটি পূর্ণ চক্রের দৈর্ঘ্য পরিমাপ করার মাধ্যমে তিনি তার প্রকৃত উজ্জ্বলতা নির্ণয় করেছিলেন। লিভিট এবং তৎকালীন অন্যান্য বিজ্ঞানীরা দেখিয়েছিলেন যে ম্যাজেলানিয় মেঘপুঞ্জ আকাশগঙ্গা ছায়াপথের সীমানার বাইরে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের পর মানমন্দিরের হুকার দূরবীনটি ব্যবহার করে হাবল নীহারিকা সম্বন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। তিনি প্রথমেই আকাশগঙ্গার বাইরে অবস্থিত বলে ধারণা করা হতো এমন সব নীহারিকার অভ্যন্তরে কোন বিষম তারা আছে কিনা তা খুঁজতে লাগলেন। ১৯২৩ সালে তিনি অ্যান্ড্রোমিডা নীহারিকার (বর্তমানে যা গ্রেট অ্যান্ড্রোমিডা কুণ্ডলাকার ছায়াপথ নামে পরিচিত) অভ্যন্তরে একটি বিষম তারা আবিষ্কার করেন। এর মাত্র এক বছরের মধ্যে অ্যান্ড্রোমিডা নীহারিকার ভিতরে তিনি ১২ টি বিষম তারা আবিষ্কার করেন। এই বিষম তারাগুলোকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে তিনি বের করেন যে, পৃথিবী থেকে অ্যান্ড্রোমিডা নীহারিকার দূরত্ব প্রায় ৯০০,০০০ আলোক বর্ষ। আকাশগঙ্গার ব্যাস প্রায় ১০০,০০০ আলোক বর্ষ। সুতরাং হাবলের পর্যবেক্ষণ প্রমাণ করে যে অ্যান্ড্রোমিডা নীহারিকা পৃথিবীর ছায়াপথের বাইরে এবং এ থেকে অনেক দূরে অবস্থিত। হাবল অ্যান্ড্রোমিডা ছাড়াও আরও অনেকগুলো তারাসমৃদ্ধ নীহারিকা আবিষ্কার করেন যারা আকাশগঙ্গার বাইরে অবস্থিত। এগুলো পর্যবেক্ষণ করে তিনি দেখতে পান যে এদের মধ্যস্থিত উপাদানের সাথে আকাশগঙ্গার অভ্যন্তরস্থ উপাদানের অনেক মিল রয়েছে। এই নীহারিকা নামীয় বস্তুগুলোর মধ্যে তারার গুচ্ছ বিদ্যমান যাদেরকে বর্তুলাকার স্তবক বলা হয়; এছাড়াও এতে আছে নবতারা। নবতারাগুলো হঠাৎ হঠাৎ অত্যন্ত উজ্জল হয়ে উঠে। এসমস্ত পর্যবেক্ষণের সাপেক্ষে ১৯২৪ সালে তিনি প্রস্তাব করেন যে এই নীহারিকাগুলো প্রকৃতপক্ষে আমাদের ছায়াপথের বাইরে অবস্থিত অন্যান্য ছায়াপথ। তার প্রস্তাবিত এই তত্ত্ব দ্বীপ মহাবিশ্ব তত্ত্ব (Island Universe Theory) নামে পরিচিতি লাভ করে। এই ছায়াপথগুলো নিয়ে তার গবেষণা অব্যাহত থাকে। ১৯২৫ সালে তিনি ছায়াপথগুলোকে নিয়মিত এবং অনিয়মিত গঠনের ছায়াপথ নামীয় দুইটি শ্রেণীতে বিভক্ত করেন। মূলত ছায়াপপথগুলোর আকৃতি এবং গাঠনিক ধর্মের ভিত্তিতে এই শ্রেণীবিন্যাস করা হয়। শতকরা ৯৭ ভাগ ছায়াপথই নিয়মিত গঠনের। নিয়মিত গঠনের ছায়াপথগুলো প্রধানত উপবৃত্তাকার বা কুণ্ডলাকার হয়ে থাকে। কুণ্ডলাকার ছায়াপথগুলৌকে আবার হাবল ২ ভাগে ভাগ করেছিলেন: সাধারণ কুণ্ডলাকার ছায়াপথ এবং রেখাঙ্কিত কুণ্ডলাকার ছায়াপথ। কোন নির্দিষ্ট আকৃতি বা গঠন নেই এমন ছায়াপথের সংখ্যা শতকরা মাত্র তিন ভাগ বলে হাবল উল্লেখ করেন। হাবল তার আবিষ্কৃত এবং শ্রেণীবিন্যাসকৃত ছায়াপথগুলো থেকে পৃথিবীর দূরত্ব বের করা শুরু করেন। এজন্য তিনি মূলত বিষম তারাগুলোর পর্যবেকক্ষণ থেকে প্রাপ্ত মান ব্যবহার করতেন। তার হিসাবকৃত এই দূরত্বসমূহের সাথে তিনি পৃথিবীর সাপেক্ষে ছায়াপথগুলোর গতিবেগের পরিমাপের তুলনা করতে শুরু করেন। অনেক জ্যোতির্বিজ্ঞানীই তার পূর্বে ছায়াপথসমূহের গতিবেগ হিসাব করেছিলেন যখন এগুলো ছায়াপথ হিসেবেই চিহ্নিত হতোনা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্কিননৱ জ্যোতির্বিজ্ঞানী ভেস্টো সিলফার যিনি ১৯১০ এবং ১৯২০-এর দশকে অনেকগুলো ছায়াপথের গতিবেগ হিসাব করেছিলেন। জ্যোতির্বিজ্ঞানীরা ছায়াপথসমূহের লোহিত অপসারণের মান হিসাব করে এদের গতিবেগ বের করতেন। একটি বস্তু যে বিকিরণ প্রদান করে তার ফলেই লোহিত অপসারণের সৃষ্টি হয়। ডপলার ক্রিয়ার কারণে লোহিত অপসারণ হয়। মূলত যখন পর্যবেক্ষক থেকে ক্রমশ পশ্চাদপসরমান বস্তু কর্তৃক বিকীর্ণ রশ্মি তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর ব্যাপ্তীতে হয় তখন তরঙ্গদৈর্ঘ্যের মান লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যের সমান হয়। এ থেকেই বোঝা যায় যে জ্যোতিষ্কগুলো ক্রমশ পশ্চাদপসরণ করছে। স্লিফারসহ অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীরা এই পর্যবেক্ষণ করেছিলেন। হাবল নিজেও এই ফলাফল লাভ করেন। ১৯২৯ সালে হাবল ছায়াপথসমূহের দূরত্বের সাথে এদের পশ্চাদপসরণের বেগের তুলনা করেন। এর ফলে তিনি অত্যন্ত প্রকট একটি সম্পর্ক প্রতিষ্ঠা করতে সমর্থ হন: একটি ছায়াপথ পৃথিবী থেকে থেকে যত দূরে অবস্থিত তার পশ্চাদপসরণের বেগও তত বেশি। এই নীতিটি হাবল কর্তৃক আবিষ্কৃত ৪৬টি ছায়াপথের ক্ষেত্রেই সত্য প্রমানিত হয়‌; এমনকি এর পরে হাবল এবং অন্যান্য বিজ্ঞানী কর্তৃক আবিষ্কৃত সবগুলো ছায়াপথের ক্ষেত্রেই এর সত্যতা আবিষ্কৃত হয়। এই নীতিটিকেই বর্তমানে হাবলের নীতি নামে অভিহিত করা হয়। পরিশেষে হাবল বলেন যে বেগ এবং দূরত্বের মধ্যে এই সম্পর্ক নিঃসন্দেহে প্রমাণ করে যে মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। এর আগে ১৯২৭ সালে বেলজীয় বিজ্ঞানী জর্জেস লেমাইট্‌র মহাবিশ্বের একটি নকশা প্রণয়ন করেছিলেন যা আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বকে একত্রীভূত করেছিল। লেমাইট্‌র একটি সম্প্রসারণশীল মহাবিশ্বের নকশাই করেছিলেন কিন্তু হাবলই প্রথম বিজ্ঞানী যিনি এর সপক্ষে একটি পর্যবেক্ষণমূলক প্রমাণ উপস্থাপন করতে সমর্থ হন। বেগ এবং দূরত্বের মধ্যে এই সম্পর্ক প্রতিষ্ঠা করতে যেয়ে হাবল একটি ধ্রুবকের গোড়াপত্তন করেন যা হাবল ধ্রুবক নামে পরিচিত। বিজ্ঞানীরা হাবল ধ্রুবকের সঠিক মান আজও বের করতে পারেননি। পারলে মহাবিশ্বের সঠিক বয়স এবং মানুষের পক্ষে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাসার্ধ্য উভয়টিই জানা যেতো। মহাবিশ্ব অসীম হতে পারে, কিন্তু এর পুরোটা আমরা পর্যবেক্ষ করতে পারবো না। দূরত্বের সাথে সাথে যদি বেগও বাড়তে থাকে তবে এমন ছায়াপথ অবশ্যই থাকবে যার বেগ আলোর বেগের সমান। সেই ছায়াপথ থেকে পৃথিবীর দূরত্বই হবে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাসার্ধ্য। কারণ এই ছায়াপথ থেকে আলো কখনোই পৃথিবীতে পৌঁছাতে পারবেনা। আর এর বাইরের কিছু দেখাও তাই অসম্ভব। এই ব্যাসকে হাবল ব্যাসার্ধ্য বলে। ১৯৩০-এর দশকে হাবল ছায়াপথসমূহের বন্টন নিয়ে গবেষণা করেন। তার পর্যবেক্ষণের ফলাফল হতে দেখা যায় ছায়াপথগুলো মহাকাশে সমসত্বভাবে বিন্যস্ত। হাবল বলেন যে আকাশগঙ্গার তলে এবং এই তলের সাপেক্ষে দৃশ্যমান অঞ্চলে দৃশ্যমান ছায়াপথের সংখ্যা কম হবে। কারণ অতিরিক্ত ধূলির কারণে বাইরের ছায়াপথ থেকে আসা আলো পৃথিবীতে আসতে বাঁধাগ্রস্ত হবে। পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা] হাবল আমৃত্যু গবেষণা করেছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট পালোমার মানমন্দিরের জন্য ২০০-ইঞ্চি (৫০৮-সে.মি.) দূরবীনের (হেল দূরবীন) নির্মাণের কাজে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ১৯৪৮ সালে এর নির্মাণকাজ শেষ হয়। এই সময় থেকে শুরু করে ১৯৯০ সাল পর্যন্ত এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ দূরবীন। এই সালে হাওয়াইয়ে অবস্থিত মাউনা কিয়া মানমন্দিরের জন্য নির্মীত কেক দূরবীন নির্মীত হয়। এরপর থেকে এটিই সর্ববৃহৎ। হাবল মহাকাশ দূরবীন একটি শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র যা পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ১৯৯০ সালে মহাকাশে পাঠানো হয়েছে। এই দূরবীনটির নাম বিজ্ঞানী হাবলের নামে রাখা হয়েছে। এছাড়া তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন: • ব্রুস পদক - ১৯৩৮. • রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির স্বর্ণপদক - ১৯৪০. • মেডেল অফ মেরিট, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র বিষয়ে গবেষণার জন্য - ১৯৪৬ তথ্যসূত্র Edwin Hubble From Wikipedia, the free encyclopedia This article is about the astronomer. For the politician, see Edwin N. Hubbell. For the jazz trombonist, see Eddie Hubble. Edwin Hubble Born Edwin Powell Hubble November 20, 1889 Marshfield, Missouri Died September 28, 1953 (aged 63) San Marino, California Residence United States Nationality American Fields Astronomy Institutions University of Chicago Mount Wilson Observatory Alma mater University of Chicago University of Oxford Known for Hubble sequence Influenced Allan Sandage Notable awards Newcomb Cleveland Prize 1924 Bruce Medal 1938 Franklin Medal 1939 Gold Medal of the Royal Astronomical Society 1940 Legion of Merit 1946 Signature Edwin Hubble (November 20, 1889 – September 28, 1953)[1] was an American astronomer who played a crucial role in establishing the field of extragalactic astronomy and is generally regarded as one of the most important observational cosmologists of the 20th century. Hubble is known for showing that the recessional velocity of a galaxy increases with its distance from the earth, implying the universe is expanding.[2] Known as Hubbles law, this relation had been discovered previously by Georges Lemaître, a Belgian priest/astronomer who published his work in a less visible journal. There is still much controversy surrounding the issue,[3] and some argue that it should be referred to as Lemaîtres law, although this change has not taken hold in the astronomy community. Edwin Hubble is also known for providing substantial evidence that many objects then classified as nebulae were actually galaxies beyond the Milky Way.[4] American astronomer Vesto Slipher provided the first evidence for this argument almost a decade before.[5][6] Edwin Hubble supported the Doppler shift interpretation of the observed redshift that had been proposed earlier by Slipher, and that led to the theory of the metric expansion of space.[7][8] He tended to believe that the frequency of light could, by some so far unknown means, decrease the longer light travels through space.[9] Contents [hide] • 1 Biography • 2 Discoveries o 2.1 The universe goes beyond the Milky Way galaxy o 2.2 Redshift increases with distance o 2.3 Other discoveries • 3 No Nobel Prize • 4 Stamp • 5 Honors • 6 In popular culture • 7 See also • 8 References and notes • 9 Further reading • 10 External links Biography[edit] Edwin Hubble was born to Virginia Lee James (1864-1934)[10] and John Powell Hubble, an insurance executive, in Marshfield, Missouri, and moved toWheaton, Illinois, in 1900.[11] In his younger days, he was noted more for his athletic prowess than his intellectual abilities, although he did earn good grades in every subject except for spelling. Edwin was a gifted athlete playing baseball, football, basketball, and he ran track in both high school and college.[12] He played a variety of positions on the basketball court from center to shooting guard. In fact Hubble even led the University of Chicagos basketball team to their first conference title in 1907.[12] He won seven first places and a third place in a single high school track and field meet in 1906. That year he also set the state high school record for the high jump in Illinois. Another of his personal interests was dry-fly fishing, and he practiced amateur boxing as well.[13] His studies at the University of Chicago were concentrated on mathematics and astronomy, which led to a bachelor of science degree in 1910. Hubble also became a member of the Kappa Sigma Fraternity. He spent the three years at The Queens College, Oxford after earning his bachelors as one of the universitys first Rhodes Scholars, initially studying jurisprudence instead of science (as a promise to his dying father),[14] and later added literature and Spanish,[14] and earning his masters degree.[15] In 1909, Hubbles father moved his family from Chicago to Shelbyville, Kentucky, so that the family could live in a small town, ultimately settling in nearbyLouisville. His father died in the winter of 1913, while Edwin was still in England, and in the summer of 1913, Edwin returned to care for his mother, two sisters, and younger brother, as did his brother William. The family moved once more to Everett Avenue, in Louisvilles Highlands neighborhood, to accommodate Edwin and William.[16] Hubble was also a dutiful son, who despite his intense interest in astronomy since boyhood, surrendered to his fathers request to study law, first at the University of Chicago and later at Oxford, though he managed to take a few math and science courses. After the death of his father in 1913, Edwin returned to the Midwest from Oxford, but did not have the motivation to practice law. So he taught Spanish, physics, and mathematics at the New Albany High School in New Albany, Indiana for a year before he resolved to start over, at the age of 25, to become a professional astronomer. He also coached the boys basketball team there. After a year of high-school teaching, he entered graduate school with the help of his former professor from the University of Chicago to study astronomy at the Yerkes Observatory of the University, where he received his PhD in 1917. His dissertation was titled Photographic Investigations of Faint Nebulae. When Congress declared war on Germany in 1917, Hubble rushed his dissertation for his PhD, volunteering for the United States Army and was assigned to the newly created 86th Division. He rose to the rank of Major and was found fit for overseas duty on July 9, 1918. The 86th Division never saw combat, and after the end of World War One Hubble spent a year in Cambridge, where he renewed his studies of Astronomy.[17] In 1919, Hubble was offered a staff position in California by George Ellery Hale, the founder and director of the Carnegie Institutions Mount Wilson Observatory, near Pasadena, California, where he remained on the staff until his death. Hubble also served in the U.S. Army at the Aberdeen Proving Ground during World War II. For his work there, he received the Legion of Merit award. Shortly before his death, Mount Palomars giant 200-inch (5.1 m) reflector Hale Telescope was completed, and Hubble was the first astronomer to use it. Hubble continued his research at the Mount Wilson and Mount Palomar Observatories, where he remained active until his death. Although Hubble was raised as a Christian, he later became an agnostic.[18][19] Hubble experienced a heart attack in July 1949 while on vacation in Colorado. He was taken care of by his wife, Grace Hubble, and continued on a modified diet and work schedule. He died of cerebral thrombosis (a spontaneous blood clot in his brain) on September 28, 1953, in San Marino, California. No funeral was held for him, and his wife never revealed his burial site.[20][21][22] Discoveries[edit] The universe goes beyond the Milky Way galaxy[edit] Edwin Hubbles arrival at Mount Wilson, California in 1919 coincided roughly with the completion of the 100-inch (2.5 m) Hooker Telescope, then the worlds largest telescope. At that time, the prevailing view of the cosmos was that the universe consisted entirely of the Milky Way Galaxy. Using the Hooker Telescope at Mt. Wilson, Hubble identified Cepheid variables (a kind of star; see also standard candle) in several spiral nebulae, including theAndromeda Nebula and Triangulum. His observations, made in 1922–1923, proved conclusively that these nebulae were much too distant to be part of the Milky Way and were, in fact, entire galaxies outside our own. This idea had been opposed by many in the astronomy establishment of the time, in particular by the Harvard University-based Harlow Shapley. Despite the opposition, Hubble, then a thirty-five-year-old scientist, had his findings first published in The New York Times on November 23, 1924,[23] and then more formally presented in the form of a paper at the January 1, 1925 meeting of the American Astronomical Society.[24] Hubbles findings fundamentally changed the scientific view of the universe. Supporters of Hubbles expanding universe theory state that Hubbles discovery of nebulas outside of our galaxy helped pave the way for future astronomers.[25] Although some of his more renowned colleagues simply scoffed at Hubbles idea of an expanding universe, Hubble ended up publishing his findings on nebulas. This published work earned him an award titled the American Association Prize and five hundred dollars from Burton E. Livingston of the Committee on Awards.[12] Hubble also devised the most commonly used system for classifying galaxies, grouping them according to their appearance in photographic images. He arranged the different groups of galaxies in what became known as the Hubble sequence.[26] Redshift increases with distance[edit] The 100-inch (2.5 m) Hooker telescope at Mount Wilson Observatorythat Hubble used to measure galaxy distances and a value for the rate ofexpansion of the universe. Combining his own measurements of galaxy distances based on Henrietta Swan Leavitts period-luminosity relationship for Cepheids with Vesto Slipher and Milton L. Humasons measurements of the redshifts associated with the galaxies, he discovered a rough proportionality of the objects distances with their red shifts.[2] Though there was considerable scatter (now known to be due to peculiar velocities), he was able to plot a trend line from the 46 galaxies and obtained a value for the Hubble Constant of 500 km/s/Mpc, which is much higher than the currently accepted value due to errors in their distance calibrations. In 1929 Hubble formulated the Redshift Distance Law, nowadays termed simply Hubbles law, which, if the redshift is understood to be a measure of recession velocity, is consistent with the solutions of Einsteins equations of general relativity for a homogeneous, isotropic expanding space. Although concepts underlying an expanding universe were well understood earlier, this statement by Hubble and Humason led to wider-scale acceptance for this view. The law states that the greater the distance between any two galaxies, the greater their relative speed of separation. But two years before, in 1927,Georges Lemaître, a Belgian Catholic priest and physicist, published a paper in an obscure Belgian journal, Annales de la Société Scientifique de Bruxelles. In that paper, he showed that the data collected by Hubble and two other astronomers up to that time was enough to derive a linear velocity-distance relation between the galaxies, and that this supported a model of an expanding universe based on Einsteins equations for General Relativity. This discovery was the first observational support for the Big Bang theory which had been proposed by Georges Lemaître in 1927. The observed velocities of distant galaxies, taken together with the cosmological principle, appeared to show that the universe was expanding in a manner consistent with the Friedmann-Lemaître model ofgeneral relativity. In 1931 Hubble wrote a letter to the Dutch cosmologist Willem de Sitter expressing his opinion on the theoretical interpretation of the redshift-distance relation:[27] Mr. Humason and I are both deeply sensible of your gracious appreciation of the papers on velocities and distances of nebulae. We use the term apparent velocities to emphasize the empirical features of the correlation. The interpretation, we feel, should be left to you and the very few others who are competent to discuss the matter with authority. Today, the apparent velocities in question are understood as an increase in proper distance that occurs due to the expansion of space. Light traveling through stretching space will experience a Hubble-type redshift, a mechanism different from the Doppler effect (although the two mechanisms become equivalent descriptions related by a coordinate transformation for nearby galaxies). In the 1930s, Hubble was involved in determining the distribution of galaxies and spatial curvature. These data seemed to indicate that the universe wasflat and homogeneous, but there was a deviation from flatness at large redshifts. According to Allan Sandage, Hubble believed that his count data gave a more reasonable result concerning spatial curvature if the redshift correction was made assuming no recession. To the very end of his writings he maintained this position, favouring (or at the very least keeping open) the model where no true expansion exists, and therefore that the redshift represents a hitherto unrecognized principle of nature.[28] There were methodological problems with Hubbles survey technique that showed a deviation from flatness at large redshifts. In particular, the technique did not account for changes in luminosity of galaxies due to galaxy evolution. Earlier, in 1917, Albert Einstein had found that his newly developed theory of general relativity indicated that the universe must be either expanding or contracting. Unable to believe what his own equations were telling him, Einstein introduced a cosmological constant (a fudge factor) to the equations to avoid this problem. When Einstein learned of Hubbles redshifts, he immediately realized that the expansion predicted by General Relativity must be real, and in later life he said that changing his equations was the biggest blunder of [his] life. In fact, Einstein apparently once visited Hubble and tried to convince him that the universe was expanding.[29] Other discoveries[edit] Hubble discovered the asteroid 1373 Cincinnati on August 30, 1935. He also wrote The Observational Approach to Cosmology and The Realm of the Nebulae approximately during this time.[30] No Nobel Prize[edit] Hubble spent much of the later part of his career attempting to have astronomy considered an area of physics, instead of being its own science. He did this largely so that astronomers—including himself—could be recognized by the Nobel Prize Committee for their valuable contributions to astrophysics. This campaign was unsuccessful in Hubbles lifetime, but shortly after his death, the Nobel Prize Committee decided that astronomical work would be eligible for the physics prize.[12] However, the prize is not one that can be awarded posthumously. Stamp[edit] On March 6, 2008, the United States Postal Service released a 41-cent stamp honoring Hubble on a sheet titled American Scientists designed by artistVictor Stabin.[21] His citation reads: Often called a pioneer of the distant stars, astronomer Edwin Hubble (1889–1953) played a pivotal role in deciphering the vast and complex nature of the universe. His meticulous studies of spiral nebulae proved the existence of galaxies other than our own Milky Way. Had he not died suddenly in 1953, Hubble would have won that years Nobel Prize in Physics. The other scientists on the American Scientists sheet include Gerty Cori, biochemist; Linus Pauling, chemist, and John Bardeen, physicist. Honors[edit] Awards • Newcomb Cleveland Prize in 1924; • Bruce Medal in 1938; • Franklin Medal in 1939; • Gold Medal of the Royal Astronomical Society in 1940; • Legion of Merit for outstanding contribution to ballistics research in 1946. Named after him • Asteroid 2069 Hubble; • The crater Hubble on the Moon; • Orbiting Hubble Space Telescope; • Edwin P. Hubble Planetarium, located in the Edward R. Murrow High School, Brooklyn, NY.; • Edwin Hubble Highway, the stretch of Interstate 44 passing through his birthplace of Marshfield, Missouri; • Hall of Famous Missourians 2003; • 2008 American Scientists US stamp series, $0.41. • The Edwin P. Hubble Medal of Initiative is awarded annually by the city of Marshfield, Missouri — Hubbles birthplace. • Hubble Middle School in Wheaton, Illinois, was renamed for Edwin Hubble when Wheaton Central High School was converted to a middle school in the fall of 1992. In popular culture[edit] The play Creations Birthday, written by Cornell physicist Hasan Padamsee, tells Hubbles life story.[31] A famous quote by Edwin Hubble goes: Equipped with his five senses man explores the universe around him and calls the adventure science.[32] See also[edit] • Astronomy • Distance measures • Cosmic distance ladder • Galaxies • Hubble sequence • Galaxy morphological classification • Gerard de Vaucouleurs • William Wilson Morgan • Expansion of the universe • Big bang • General relativity • Hubbles law • Hubble constant • Albert Einstein • Hubble Space Telescope • Edwin Hubble House, residence and National Historic Landmark in San Marino, California • The Great Debate of April 26, 1920 References and notes
Posted on: Wed, 19 Nov 2014 16:03:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015