এন্ড্রয়েড ফোনের - TopicsExpress



          

এন্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে উদ্ধার করবেন… আসসালামুয়ালাইকুম ! এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম নিয়ে কেমন চলছে আপনার স্মার্টফোন সংসার ? যেহেতু আমরা স্মার্ট ফোনে অনেক প্রয়োজনীয় এপস ব্যবহার করি, এবং অনেকেই এই স্মার্ট ফোনকেই গুরুত্তপূর্ণ রিসোর্চ ভোল্ট বানিয়ে রাখেন সুতরাং ফোনে প্যাটার্ন লক কিংবা পিন লক করে রাখতেই হয়। বাসায় আদরের ছোটভাই কিংবা বদের হাড্ডি টাইপ কোন পুচকি পাচকা যদি দেখে ফোনটি লক করা দেন প্যাটার্নের উপর এলোমেলো হাত বুলাতে মারাত্তক আনন্দ পায়। আর আল্টেমেটলি বারবার ভুল ভাবে চেষ্টা চালানোর কারনে প্যাটার্ন ইনপুট স্ক্রীন চলে গিয়ে আপনাকে যথেষ্ট বিরক্তিতে ফেলে দেয়। এরপর ফোণ ওপেন করলেই মেইল আইডি এবং পাসওয়ার্ড চায় আনলোক এর জন্য। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই সেটা কাজ করেনা। invalid username or password এরকম একটা মেসেজ দিয়েই আপনাকে ক্ষান্ত করে দেয়। এই অবস্থায় মুক্তির সহজ উপায় হচ্ছে ফোন রিসেট করা। এছাড়া আর কোনভাবে ওপেন করা যায়না সাধারনত। যদিও গুগলের তিনটি সাজেশান রয়েছে। আচ্ছা আগে গুগল মামার সাজেশন গুলোই সরাসরি তুলে ধরছি তারপর আমার টা বলবো। 1. try entering null as password. (together with your google username) 2. try entering your username without @gmail 3. Combine 1 and 2 4. Call yourself from another phone, answer, without hanging up press the home button, then menu button, settings, try to disable pattern-lock 5. Call yourself from another phone, answer, hang-up, directly after hanging up start pressing your buttons like a madman for
Posted on: Sun, 19 Jan 2014 11:28:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015