এলিটিজম, ব্রিটেনের মাথায় - TopicsExpress



          

এলিটিজম, ব্রিটেনের মাথায় ঘুনপোকার মতো বাস করে। ব্রিটিশ শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্তরে মেধা আর পরিশ্রম থাকলেই পৌঁছুনো সম্ভব নয়। আপনি যদি প্রাইভেট স্কুলে পড়াশোনা করে থাকেন, মানে বিপুল অংকের পাউন্ড খরচ করে আপনার অতিরিক্ত বড়লোক পরিবার যদি আপনাকে প্রাইভেট স্কুলিং করাতে পেরে থাকে, তবে আপনি অক্সফোর্ড কেমব্রিজে পড়তে পারবেন, এবং পরবর্তীতে ব্রিটেনের শাসন ব্যবস্থার অংশ হতে পারবেন। ব্রিটেনের মাত্র ৭% ভাগ মানুষ প্রাইভেট স্কুলে যাবার ‌সৌভাগ্য হয়। কিন্তু, প্রাইভেট স্কুলে পড়ে আসাদের হার দেখুন এই পদগুলিতে: উচ্চ আদালতের বিচারকদের ৭১% প্রাইভেট স্কুলে পড়ে এসেছেন মিলিটারীতে ৬২%, মন্ত্রীপরিষদ সচিবদের ৫৫%, ৫৩% রাষ্ট্রদুত, হাউজ অব লর্ডের ৪৫%। এছাড়াও বড়লোকদের ৪৪%, পত্রিকার কলামিস্টদের ৩৬%, ৩৩% সংসদ সদস্য, বিবিসির কর্মকর্তাদের ২৬%। এই তালিকা অনেক দীর্ঘ। বাংলাদেশের কি অবস্থা? স্কলাস্টিকা কিংবা নর্থসাউথ জাতীয় পুরোপুরি বাপের পয়সায় শিক্ষা নিয়ে বড়ো হওয়া সন্তানেরা বাংলাদেশে কোন কোন পেশায় কি করেন, কেউ কি জানেন?
Posted on: Sat, 30 Aug 2014 11:46:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015