এলভিস প্রেসলি এলভিস - TopicsExpress



          

এলভিস প্রেসলি এলভিস প্রেসলি বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়কদের মধ্যে একজন । তিনি তার ডাকনাম এলভিস নামেও বহুল পরিচিত ।তাকে বলা হয় কিং অব রক এন্ড রোল অথবা শুধু দ্য কিং। এলভিস প্রেসলির জন্ম ৮ জানুয়ারী , ১৯৩৫ সালে , আমেরিকার মিসিসিপি টুপেলো নামক স্থানে । তের বছর বয়সে তিনি তার পরিবারের সাথে টুপেলো ছেড়ে মেমফিস , টেনেসি-তে (memphis ,tennessee) এসে পড়েন ।সেখানে তিনি ১৯৫৪ সালে Sun Recordings নামে একটি সংগীত বিষয়ক প্রতিষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন ।১৯ বছর বয়সে ১৯৫৪ সালে পেশাদার সংগীত জীবনের শুরু হয় এলভিস প্রিসলির। স্যাম ফিলিপস(Sam Philipps) নামক এক ভদ্রলোক ছিলেন Sun Recordings এর মালিক। তিনি সংগীতশ্রোতাদের কাছে আফ্রো-আমেরিকান মিউজিকের একটি জনপ্রিয় রূপ ফুটিয়ে তুলতে সফল হন । তিনি রক এন্ড রোল সংগীতের পুরোধা ব্যক্তিত্ব। । তার গাওয়া প্রথম একক গান ছিলো Heartbreak Hotel । যেটি ১৯৫৬ সালের জানুয়ারীতে মুক্তি পায় ।সমালোচকদের মতে এই গানটির মধ্যেই প্রথম রক এন্ড রোলের সফল ব্যবহার দেখতে পাওয়া যায় । মুক্তির পরপরই গানটি আমেরিকান টপচার্টের শীর্ষে স্থান করে নেয় । এরপরে তিনি টেলিভিশনে গান গেতে শুরু করেন এবং অল্পকিছুদিনের মধ্যেই তার গান সেরা গানের তালিকার প্রথম স্থান দখল করে নেয় এবং তিনি সমকালীন গায়কদের মধ্যে সেরা বিবেচিত হন । কন্ঠশিল্পীর পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র অভিনেতাও ছিলেন । প্রিসলীর অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম লাভ মি টেন্ডার (Love me Tender)। ছবিটি ১৯৫৬ সালের নভেম্বরে মুক্তি পায় । তার ব্যান্ডদলের নাম ছিল - দ্যা ব্লু মুন বয়েজ (The Blue Moon Boys)। দ্যা ব্লু মুন বয়েজ ব্যান্ডদলের সদস্যসংখ্যা ছিল ৩ জন । তারা হলেন - এলভিস প্রেসলি , স্কটি মুরে , বিল ব্ল্যাক । ১৯৫৮ সালে তিনি বাধ্যতামুলকভাবে সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন । ২ বছর পর তিনি সেনাবাহিনী ছেড়ে আবার সংগীত জগতে ফিরে আসেন কিছু তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে । তিনি সেসময় মঞ্চে গাইতে শুরু করেন । এবং তার সে সময়কার গাওয়া গানগুলো বানিজ্যিকভাবে প্রচুর সফলতা পায় । মিঃ পার্কারের উতসাহে ১৯৬০ সালে তিনি আবার হলিউডে ছবি বানানো এবং সংগীত পরিচালনা শুরু করেন কিন্তু তাঁর এসব কাজ ব্যাপকভাবে সমালোচিত হয়। ১৯৬৮ সালে তিনি সাত বছর পর আবার স্টেজে গান গেতে শুরু করেন । তার এসময়ের করা ট্যুরগুলোও বানিজ্যিকভাবে সফল হয় এবং সাথে সাথে প্রচুর জনপ্রিয়তাও পায় । ১৯৭৩ সালে এলভিস প্রেসলির স্টেজে করা একটি গান প্রথমবারেরমত স্যাটেলাইট থেকে দেখা হয় ।স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন দর্শক গানটি সরাসরি উপভোগ করে। তিনি জীবনের শেষদিকে এসে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে জানা যায় । অনেকেই মাদকাদ্রব্যকেই তার মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেন । তিনি ১৯৭৭ সালের ১৬ই আগস্ট হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সংগীত ও অভিনয় জীবনের বাইরেও প্রিসলির আরও অনেক বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। কারাটে তে ব্ল্যাক বেল্ট পেয়েছিলেন ১৯৬০ সালে। জীবনের কিছুটা সময় সেনাবাহিনীর সদস্য হিসেবেও কাজ করতে হয়েছিল প্রিসলিকে। তবে সেটা স্বেচ্ছায় নয়। বাধ্যতামূলকভাবে ১৯৫৮ সালে তিনি সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন। ২ বছর সেনাবাহিনীতে কাজ করার পর নাড়ির টানে আবার ফিরে আসেন সংগীতে। কিছুদিন মঞ্চে গান গাওয়ার পর ১৯৬০ সালে তিনি হলিউডে মুভি নির্মাণের কাজে হাত দেন। পাশাপাশি সংগীত পরিচালনার কাজও করেন। মৃত্যুর পরেও রয়ে গেছে প্রিসলি- কিছু কিছু মানুষ আছে যাদের অবদান মানুষ কখনোই ভুলতে পারেন না। যেমনটি ঘটেছে প্রিসলির ক্ষেত্রে। মৃত্যুর পরেও তার জনপ্রিয়তা কমেনি এতটুকুও। এখনো তার বিখ্যাত এলবামগুলোর চাহিদা আগের মতই, তাই কপিও প্রকাশিত হচ্ছে প্রতিবছর। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীর এক সপ্তাহ আগে থেকেই তার শহর মেম্ফিসে তার প্রাক্তন স্ত্রী প্রিসিলা ও মেয়ে লিসা প্রিসলির উদ্যোগে আয়োজিত হয় প্রিসলি উইক। আর তাতে ভীড় জমান হাজারো ভক্ত। মিসিসিপির সেই বাড়িটি যেখানে তিনি জন্মগ্রহন করেছিলেন, সেখানে তার নামে করা হয়েছে মিউজিয়াম ও পার্ক। (এলভিস প্রেসলির সেরা কিছু গান) Heartbreak Hotel Well, since my baby left me, I found a new place to dwell. Its down at the end of lonely street at Heartbreak Hotel. You make me so lonely baby, I get so lonely, I get so lonely I could die. And although its always crowded, you still can find some room. Where broken hearted lovers do cry away their gloom. You make me so lonely baby, I get so lonely, I get so lonely I could die. Well, the Bell hops tears keep flowin, and the desk clerks dressed in black. Well they been so long on lonely street They aint ever gonna look back. You make me so lonely baby, I get so lonely, I get so lonely I could die. Hey now, if your baby leaves you, and you got a tale to tell. Just take a walk down lonely street to Heartbreak Hotel. ------------------------------------------------------ Love Me Tender Love me tender, love me sweet, never let me go. You have made my life complete, and I love you so. Love me tender, love me true, all my dreams fulfilled. For my darlin I love you, and I always will. Love me tender, love me long, take me to your heart. For its there that I belong, and well never part. Love me tender, love me dear, tell me you are mine. Ill be yours through all the years, till the end of time. (When at last my dreams come true Darling this I know Happiness will follow you Everywhere you go).
Posted on: Thu, 07 Aug 2014 05:35:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015