# ঐতিহাসিক (১৯৩০-২০১৪) - TopicsExpress



          

# ঐতিহাসিক (১৯৩০-২০১৪) বিশ্ব কাপ পরিসংখ্যান: # অংশগ্রহণ >>> ব্রাজিল: ২০ বার (১৯৩০,১৯৩৪, ১৯৩৮, ১৯৫০, ১৯৫৪,১৯৫৮, ১৯৬২, ১৯৬৬,১৯৭০, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০,২০১৪) আর্জেন্টিনা: ১৬ বার (১৯৩০, ১৯৩৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪) # বিশ্বকাপ জয়: ব্রাজিল : ৫ বার । (১৯৫৮,১৯৬২,১৯৭০, ১৯৯৪,২০০২) আর্জেন্টিনা: ২ বার। (১৯৭৮,১৯৮৬) # রানার্স আপ ব্রাজিল : ২ বার আর্জেন্টিনা : ৩ বার # তৃতীয় স্থান ব্রাজিল : ২ বার। আর্জেন্টিনা : ০ বার। # চতুর্থ স্থান: ব্রাজিল : ২ বার আর্জেন্টিনা : ০ বার # বিশ্বকাপে ম্যাচ জয়ী পার্সেন্ট ব্রাজিল : ৬৯.১% আর্জেন্টিনা : ৫২.৯% #বিশ্বকাপে প্রতি ম্যাচে গোল দেওয়ার গড়। ব্রাজিল : ২.১৬% আর্জেন্টিনা : ১.৭৬% #বিশ্বকাপে প্রতি ম্যাচে গোল খাওয়ার গড়। ব্রাজিল : ০.৯১% আর্জেন্টিনা : ১.১৪% # বিশ্বকাপের প্রতি ম্যাচে গড়ে ফাউল করেছে ব্রাজিল : ১৫ টি আর্জেন্টিনা : ১৭ টি # দুই দলের বর্তমান এবং সর্বনিম্ন রেংকিং # ব্রাজিল : বর্তমান >> ৬ সর্বনিম্ন >> ২২ আর্জেন্টিনা : বর্তমান >> ২ সর্বনিম্ন >> ২৪ #বিশ্বকাপে হলুদ কার্ড এবং লাল কার্ড এর সংখ্যা: ব্রাজিল : হলুদ কার্ড > ৯৬ টি লাল কার্ড > ১১ টি আর্জেন্টিনা : হলুদ কার্ড > ১০৮ টি লাল কার্ড >১০ টি #দুই দলের বিশ্বকাপের সব ম্যাচ,জয়- পরাজয় এবং গোলের সংখ্যা। ব্রাজিল >> (ম্যাচ: ১০৪, জয় : ৭০, পরাজয় : ১৭ ড্র: ১৭,গোল করেছে:২২১, গোল খেয়েছে:১০২) আর্জেন্টিনা >> (ম্যাচ: ৭৭, জয় : ৪২, পরাজয় : ২১ ড্র: ১৪,গোল করেছে:১৩১, গোল খেয়েছে: ৮৪) অল টাইম রেকর্ড> # ম্যাচ জয়ী গড় ব্রাজিল : ৬৩.৩৯% আর্জেন্টিনা :৫৪.৪% # প্রতিম্যাচে গোল করার গড় ব্রাজিল :২.১৭% আর্জেন্টিনা :১.৮৯% #প্রতিম্যাচে গোল খাওয়ার গড় ব্রাজিল :০.৯৩% আর্জেন্টিনা :১.০৭% # এই পর্যন্ত খেলা ম্যাচ সংখ্যা ব্রাজিল : 951(জয়:605, পরাজয় : 160 ড্র:186) আর্জেন্টিনা : 972(জয়:529,পরাজয়: 219, ড্র : 224) #এই পর্যন্ত খেলা সব ম্যাচের গোল দেওয়ার সংখ্যা। ব্রাজিল : 2068 আর্জেন্টিনা : 1842 #এই পর্যন্ত খেলা সব ম্যাচের গোল খাওয়ার সংখ্যা। ব্রাজিল : 883 আর্জেন্টিনা : 1038 # বেশী গোল দেওয়া খেলোয়াড় ব্রাজিল : পেলে ৭৭ গোল, ৯২ ম্যাচ। আর্জেন্টিনা : বাতিস্তুতা ৫৬ গোল, ৭৮ ম্যাচ #বেশী ম্যাচ খেলা খেলোয়াড় ব্রাজিল : কাফু (১৪২) আর্জেন্টিনা : জাবিয়ের জেনেত্তি (১৪৫) # প্রধান চ্যাম্পিয়ানশীপ টাইটেল #বিশ্বকাপ ব্রাজিল : ৫ আর্জেন্টিনা: ২ # অলম্পিক গোল্ড ব্রাজিল : ০ আর্জেন্টিনা: ২ # কোপা আমেরিকা ব্রাজিল : ৮ আর্জেন্টিনা: ১৪ # কনফেডারেশন কাপ ব্রাজিল : ৪ আর্জেন্টিনা: ১ # U-20 বিশ্বকাপ ব্রাজিল : ৫ আর্জেন্টিনা: ৬ #U-17 বিশ্বকাপ ব্রাজিল : ৩ আর্জেন্টিনা: ০ # মোট : ব্রাজিল : ২৫ আর্জেন্টিনা : ২৫ #মাইনর এবং কোয়ালিফিকেশন টূর্ণামেন্ট টাইটেল #পান আমেরিকন গেইম। ব্রাজিল : ৪ আর্জেন্টিনা: ৬ #সাউথ আমেরিকান U-20 চ্যাম্পিয়ানশীপ। ব্রাজিল : ১১ আর্জেন্টিনা: ৪ #সাউথ আমেরিকান U-17 চ্যাম্পিয়ানশীপ। ব্রাজিল : ১০ আর্জেন্টিনা: ৩ #সাউথ আমেরিকান U-15 চ্যাম্পিয়ানশীপ ব্রাজিল : ৩ আর্জেন্টিনা:০ #CONMEBOL Men Pre-Olympic Tournament ব্রাজিল : ৭ আর্জেন্টিনা: ৪ #পান আমেরিকান চ্যাম্পিয়ানশীপ ব্রাজিল : ২ আর্জেন্টিনা: ১ মোট= ব্রাজিল : ৩৭ আর্জেন্টিনা : ১৮ এই পোষ্টটা সবাই লাইক,কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন তথ্যসূত্র: GOOGLE,WIKIPEDIA, FINDTHEBEST, 11V11.COM ,FIFA.COM
Posted on: Tue, 09 Dec 2014 09:03:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015