‘ঐশী’ নামের তিরস্কার - TopicsExpress



          

‘ঐশী’ নামের তিরস্কার সইতে না পেরে আত্মহত্যা করেছে রাজধানীর ভিকারুননিসা কলেজের ছাত্রী ইশরাত জাহান ঐশী (১৫)। মঙ্গলবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের ডি-৫, ২৮৫/ই নম্বর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ঐশীর পিতা কে এম ইকবাল বলেন, কিছুদিন ধরে ‘ঐশী’ নাম নিয়ে তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছিল। অনেকেই তার নাম নিয়ে তিরস্কার করছিল। এরই এক পর্যায়ে সোমবার দিবাগত রাতের যে কোন সময়ে ঐশী ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে মঙ্গলবার সকালে মেয়ের রুমের দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিউ মার্কেট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও নিউ মার্কেট থানার এসআই কামাল হোসেন বলেন, ‘ঐশী’ নামটি সমাজে নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে। ঐশী নামে মেয়ের হাতে পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের পর এ নামটি ‘অপয়া’ হিসেবে দেখা দিয়েছে। এর জের ধরেই বন্ধু-বান্ধবীদের তিরস্কার সইতে না পেরে ইসরাত জাহান ঐশী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঐশী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমণ্ডি শাখার একাদশ শ্রেণীর ছাত্রী। পারিবারিক সূত্রমতে, পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের পর পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে কলেজের বান্ধবীরাও ঐশী নাম ধরে কটূক্তি করতো। নানাভাবে উক্ত্যক্ত করতো। এ বিষয়টি তার বাবা-মাকে জানিয়েও কোনও ফল না পাওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে। নিউ মার্কেট থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঐশীর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত তার লাশ উদ্ধার করে। পিতার আবেদনে ময়না তদন্ত ছাড়াই ঐশীর লাশ পরিবারকে হস্তান্তর করা হয়।
Posted on: Wed, 28 Aug 2013 03:53:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015