ওনাদের নেত্রী প্রধান - TopicsExpress



          

ওনাদের নেত্রী প্রধান মন্ত্রীত্ব চায়না, উনি চায় গনতন্ত্রের ফেরিওয়ালা সেজে বাংলার মানুষকে বোকা বানিয়ে আজীবন ক্ষমতার মসনদ। হে ঘষিটি বেগম, বাংলার মানুষ এখন আর আগের মত বোকা নেই। তোমার বাবা ৭ই মার্চে ভাষন দিয়ে স্বাধীনতার কথা বলে বাংলার মানুষকে একত্রিত করতে পেরেছিল। কিন্তু ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানী হায়নারা যখন নীরস্র বাঙ্গালীর উপর ঝাপিয়ে পড়েছিল, সেদিন তাকে অনেক অনুরোধ করা সত্যেও স্বাধীনতার ঘোষনা দেননি এই ভয়ে যে তাহলে পাকিস্তান সরকার তাকে রাষ্ট্রদ্রোহী মামলা করে মিরত্যূদন্ড দিবে, অথচ তোমারা যাকে অখ্যাত মেজর বল, সেই অকতুভয় মানুষটি নীজের জীবনের মায়াকে অগ্রায্য করে মহান স্বাধীনতার ঘোষনা দিয়ে নীজ হাতে অস্র তুলে নিয়ে যূদ্ব করেছে। বাংলার স্বাধীনতা অর্যন কারো পৈত্বিক সম্পত্তি নয়। অতএব শেখ হাসিনা যদি গনতন্ত্রের ধুয়া তুলে বাংলার জনগনকে বোকা বানিয়ে রাজতন্ত্রের আদলে ক্ষমতা দখল করে আজীবন তার স্বাধ গ্রহন করবেন! তা এই দেশের শ্রমজিবী খেটে খাওয়া মানুষ হতে দিবেনা, দাদারা কাগুরা শত চেষ্টা করেও তোমাকে টিকিয়ে রাখতে পারবে না। শেখ মুজিবের মেয়ে বলে এখন ও অনেক মানুষ তোমাকে ভালবাসে। সেটা ধূলিস্বাত হওয়ার আগে নিদ্বলীও সরকারের কাছে ক্ষমতা হস্তন্তর করে র্নিবাচন দিয়ে বাংলার মানুষকে মুক্তি দাও। আর না হয় অপেক্ষা কর সেই পরিনতীর যা এই পৃথিবীর অনেক লৌহ মানবদের কপালে ঘটে ছিল।
Posted on: Thu, 05 Dec 2013 04:09:30 +0000

Trending Topics



Saturday, April 26 The Hernando Farmers Market will open in
WAKE UP AMERICA!! AND WATCH THIS!! No the government will not take
La troisième référence au Cannabis. La référence suivante
The list of performers: Friday, August 15 The first day

Recently Viewed Topics




© 2015