ওরা যখন সীমান্তে - TopicsExpress



          

ওরা যখন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করলো তখন আমি কিছু বলিনাই । কারন আমি সীমান্ত এলাকায় থাকিনা । ওরা যখন তরুনীদের ধর্ষন করলো , তখন আমি কিছু বলিনাই । কারন ধর্ষিতা বাংলাদেশি আমার আত্মীয় না। ওরা যখন আমার দেশের সংস্কৃতি দখল করলো , আমি কিছু বলিনাই । কারন আমি দেশের সংস্কৃতির দর্শক নই । ওরা যখন আমার দেশের ইলিশ,জামদানি পেটেন্ট করে নিলো - আমি কিছু বলিনাই। কারন আমি ইলিশ খাইনা,দেশি জামদানিও পড়িনা । ওরা যখন আমার গার্মেন্টস সেক্টর ,ব্যবসা আর প্রবাসী কর্মসংস্থান দখল করে নিলো-আমি কিছু বলিনাই। কারন আমি গার্মেন্টস শ্রমিক না,ব্যবসায়ীও না , দেশের বাইরের কামলাও নই। ওড়া যখন আমার দেশের রাজনীতি নিয়ে অন্যায্য মাথা গলায় , আমি কিছু বলিনাই। কারন আমি রাজনীতি পছন্দ করিনা । ওরা যখন আমার ইন্টারনেট ব্যান্ডউইডথ খেয়ে নিলো , আমি কিছু বলিনাই । কারন আমার হাইস্পিড ইন্টারনেট দরকার নাই । ওরা যখন তিস্তানদীকে দুইভাগ করে বন্ধ করে দিলো , আমি কিছু বলিনাই । কারন আমি তিস্তাপারের বাসিন্দা না । ওরা যখন সুন্দরবন ধ্বংস করলো , আমি তখন কিছু বলিনাই । কারন আমি বাংলাদেশের পক্ষের পরিবেশবাদী নই । ওরা আজ ১১টা বাঘের থাবা বন্ধ করে দিচ্ছে , আমি কিছু বলবো না । কারন আমি সেই বাঘ নই । -দূর্যোধন দূর্যোধন.
Posted on: Fri, 24 Jan 2014 10:23:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015