কেউ কথা রাখেনি, সাতটি বছর - TopicsExpress



          

কেউ কথা রাখেনি, সাতটি বছর কাটলো, কেউ কথা রাখেনি অনার্স পাশের পর হলের এক বড় ভাই বলেছিল যেদিন তুমি আরও ভালভাবে প্রস্তুতি নেবে, সেদিন দেখ ঠিকই বিসিএস ক্যাডার হবে, কিন্তু কত বিসিএস এলো গেল আমার আর ক্যাডার হওয়া হয়ে উঠলো না। তবুও প্রতীক্ষায় আছি। ছেলেবেলায় জমির চাচা বলেছিল বড় হও ভাইপো তোমাকে আমি এএসপি বানিয়ে ছাড়বো যেদিন তুমি দেশের, দশের, সমাজের মুখ উজ্জ্বল করবে কিন্তু জমির চাচা আমি আর কত বড় হব? আমার বয়স ত্রিশ পেরিয়ে গেলে তারপর তুমি আমাকে এ,এস,পি বানাবে? দশ টাকার বেশি পাইনি কখনও পাঁচশ টাকার নোট দেখিয়ে দেখিয়ে নেচেছে চৌধুরী বাড়ির ছেলেরা পথ ভোলা পথিকের মত গেটে দাঁড়িয়ে দেখেছি বিয়ের উৎসব জমজমাট আয়োজনের ভিতরে সুন্দর ধবল মেয়েরা কত রকম আনন্দে নেচেছে আমার দিকে তারা কেউ চায়নি! বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও --- বাবা এখন কবরে নিথর নিস্তব্ধ... আমার পাওয়া হয়নি কিছুই, সেই অভিমান, সেই ৫০০ টাকার নোট, সেই বিয়ের উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না! বুকের ভিতর দৃঢ় বিশ্বাস রেখে কনা বলেছিল, যেদিন আমায় সত্যি করে ভালবাসবে সেদিন তুমি আমায় সত্যি সত্যি ছুঁতে পাবে! ভালবাসার জন্য আমি চৌদ্দ ঘণ্টা পড়েছি, চাকুরির সব বই মুখস্ত করেছি, বিশ্ব চরাচরের বিপুল তথ্য জেনেছি তবুও কথা রাখেনি কনা সে এখন এক পুলিশের এএসপির ঘরণী তার সম্পর্ক শুধুই টাকার সাথে এখন সে যে কোটি পতির স্ত্রী! কেউ কথা রাখেনি, সাতটা বছর কাটলো, কেউ কথা রাখে না! Md Ashraful Islam
Posted on: Sun, 01 Dec 2013 05:35:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015