কেউ বা গুনছে অপেক্ষার - TopicsExpress



          

কেউ বা গুনছে অপেক্ষার প্রহর, কেউ বা বুকে বাঁধছে আশা, কিন্তু আমি যে বেকার ছেলে, কামনে করব পূরণ, তাদের প্রত্যাশা । সুতরাং এ লাইফ স্টাইল আমার জন্নেই শ্রেয়। Technologist ভাইরা বলেন, ৪টি বছর যদি আপনি ভাল চাকুরী না পান তাহলে কি করবেন?আমার মত সিদ্ধান্ত নিবেন।তাই এখনেই উত্তম সময়, আমাদের নতুন পদ তৈরী করা,ও অন্যান্য দাবী নিয়ে আন্দলন করা, তাই না কি?তানা হলে আপনারা বিয়ে করবেন না,বাবা/মা কে সাহায্য করবেন না,১০,০০০ টাকাতে সম্ভব না আপনার পরিবার চালানো।তাই আপনাদের অনুরোধ করছি,আপনাদের মান উন্নয়ন করুণ। বেকারত্ব জীবন বেকারত্বের করুন বেদনা তুমিও বুঝো, Status লিখছি বন্ধু বেশি বেশি like কর । কষ্টে আমার জীবন গাঁথা বেকার যুবক আমি, ৪ টি বছর পেরিয়ে গেলেও কিছুই এখনো হয়নি । Doctor,Dept.Head,Director,Chairman, Barrister ,Minister,President-এর কাছে ৪ টি বছর যাবৎ ঘুরছি শুধু, তাদের দ্বারে দ্বারে, করেছে Call, Forwarding, Highly Recommended আরো কত কি? দিয়েছে আশার আলো, But Fol is oooooooooooooooooooooooooooooooooooooooooo তুমিও তো ছিলে, কখনো বেকার বুঝছ তো জ্বালা, আমার বেলায় শুধু কেন? কর অবহেলা । এই যদি হয় Private চাকুরী Government-এ হবে কি? বেকারত্বের কত জ্বালা তুমি বোঝ কি ? ৮ লক্ষ, ১০ লক্ষ, যাই বলো না চাকুরীটা দিলেও তবু পেতাম শান্তনা । চাকুরী দেয়ার কথা বলে হাতিয়ে নেও টাকা, Result sit এ তাকিয়ে দেখি Roll Number ফাকা । বাংলাদেশের এই Tradition চলবে কত দিন? অভিশপ্ত বেকার জীবন করব এবার বিলীন । সবাই মিলে গরব মোরা জাতীয় বেকার সংগঠন, কলম ছেড়ে ধরব মোরা বন্দুক,পিস্তল কার্টন । তবুও মোরা মুক্তি চাই বেকারত্ব জীবন । রিক্ত শিহাব cell-01911102313
Posted on: Sun, 28 Sep 2014 07:29:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015