কোচিং ফি =৯০০০-১২০০০ - TopicsExpress



          

কোচিং ফি =৯০০০-১২০০০ টাকা গাইড =১০০০-৩০০০টাকা । ভর্তি ফরম =৬৫০-২৫০০ টাকা যাতায়াত = ২০০০ -৩৫০০টাকা প্রায় ১২৬৫০-২১০০০ টাকা !!! ইহা একজন ভার্সিটি ভর্তিচ্ছু মেধাবী শিক্ষার্থীর প্রাথমিক যোগ্যতা !! আপনার বাপের পকেটে এই পরিমাণ টাকা থাকলেই আপনি ভর্তিযুদ্ধে অংশ নিতে পারেন !সম্ভবত আগষ্টের প্রথম সাপ্তাহে এইচ এস সি রেজাল্ট পাবলিশ হবে ,তারপরেই শুরু হবে ভর্তি পরীক্ষার নামে অসুস্থ প্রতিযোগীতা ! যে প্রতিযোগীতার প্রথম ধাপেই বাদ পড়বে নিম্নমধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মেধাবীরা । এইচ এসসি রেজাল্ট পাওয়ার পরের দিন থেকেই দেশের শীর্ষ পত্রিকাগুলো এক অদ্ভুত নিউজ পাবলিশ করে ,অমুক গ্রামে অমুক ছেলে রিকশা চালিয়ে A+ পাইছে অমুক মেয়ে ঘরের কাজ করে A+ পাইছে !এই রকম অসংখ্য নিউজে নিউজপেপার ভরে উঠবে । এ প্লাস পেয়ে উচ্ছসিত এই অদম্য মেধাবীদের উচ্ছাস দীর্ঘশ্বাস হতেও সময় লাগে না । বাড়িতে কাজ করে বা রিকশা চালিয়ে A প্লাস পাওয়া গেলেও একটা কোচিং এ ভর্তি হওয়ার সামর্থ এই রিকশাচালকের নাই ,কোনো পথ দেখতে না পেরে একটা সস্তা মানের গাইড কিনে পড়া শুরু করলো কিন্তু পড়া তো আর শেষ হয় না ,দুইবছরে সঞ্চিত কুয়া সমান বিদ্যা নিয়া ৩ মাসে সাগর সমান পন্ডিত হতে হবে তাহলেই আপনার চান্স পাওয়ার চান্স থাকবে ।যাই হোক এই অপদার্থ দরিদ্র শ্রেণী প্রথম বলেই আউট ! তারপর চলবে উচ্চবিত্ত , মধ্যবিত্তের মেধাবীদের লড়াই । কেহ কারো নাহি ছাড়ে সমানে সমান ! দিন রাত রিডিং রাইটিং কোচিং এর প্রেসারে প্রেসারকুকার হয়ে পড়া মেধাবীরা বাপের টাকা শ্রাদ্ধ করে বস্তা ভর্তি মেধা নিয়ে মেধার বাজারে নিজেকে সওদা করতে আসবে । সেখানেও বিশাল ধাক্কা ,লক্ষ মেধার ভিড়ে আসল মেধাকে চিনতে হবে কয়েকটা বৃত্ত ভরাট দিয়ে ।যারা বৃত্ত ভরাট করতে পারবেন তার সাফল্যের বৃত্তে ডুকে পড়বেন আর যার পারবেন না তারা পাছা ভর্তি প্লাস নিয়ে হা হুতাশ করবেন ! কেউ কেউ আবার সুইসাইড করে মেধার বাধা থেকে মুক্তি পাবেন !! কেউ আবার মেধার বস্তা ফেলে টাকার বস্তা নিয়া প্রাইভেটে ছুটবেন ! এভাবেই চলতে থাকবে মেধা কর্তন প্রতিযোগীতা ! এক লিটার পানির বোতলে দশ লিটার পানি ঢাললে ৯ লিটার পানি যেভাবে ঝরে পড়ে তেমনি প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবীরাও ঝরে পড়ে ভর্তিযুদ্ধের ফাঁদে !!!যাদের খুব সস্তায় প্লাস দিয়ে উচ্চশিক্ষায় মাইনাস করা হয় !!! PS: Cant we do somthing for the BBCHS Almunais who are going to sit for these placement tests.??????
Posted on: Sat, 27 Jul 2013 19:01:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015