#কিছু_টেকনিক টেকনিক: 1 sin, cos, - TopicsExpress



          

#কিছু_টেকনিক টেকনিক: 1 sin, cos, tan এর মাঝে গোলযোগ পাকিয়ে যায়। টেকনিক: সাগরে লবণ আছে ; sin = লম্ব/ অতিভুজ কবরে ভূত আছে ; cos= ভূমি/অতিভুজ ট্রেনে লম্বা ভূত ; tan= লম্ব/ ভূমি টেকনিক : 2 মুঘল সম্রাটদের ক্রম : # টেকনিক : বাবার-হয়েছিল-একবার- জ্বর- সাড়িল,ঔষধে বাবার = বাবর। হয়েছিল =হুমায়ুন। একবার = আকবর। জ্বর = জাহাঙ্গীর। সাড়িল = শাহাজাহান। ঔষধ = আওরঙ্গজেব। টেকনিক : 3 বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে??? প্লেটো/সক্রেটিস/এরিস্টটল নাকি আলেকজান্ডার!!! টেকনিকঃ শালার-পোলা-আইসক্রিম- আলা শালার = সক্রেটিস পোলা = প্লেটো আইসক্রিম = আরিস্টোটল আলা= আলেকজান্ডার টেকনিক : 4 ভারতের ছিটমহল গুলো (১১১) বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত : #টেকনিক : # কুলাপনী কু --- কুড়িগ্রাম (১২টি) লা --- লালমনিরহাট (৫৯টি) প --- পঞ্চগড় (৩৬টি) নী --- নীলফামারী (৪টি) টেকনিক : 5 D-8(Developing Eight)-এর সদস্য: বাপ মা নাই তুমিই সব বা= বাংলাদেশ প=পাকিস্তান মা= মালয়েশিয়া না= নাইজেরিয়া ই= ইরান তু= তুরস্ক মি= মিশর ই= ইন্দোনেশিয়া টেকনিক : 6 মৌলিক রঙ মনে রাখার কৌশল: আসল অা = আসমানী (নীল) স = সবুজ ল = লাল টেকনিক ---7 ●● বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি। প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা। ✿ #সিরাজ_চুমা_লাগা ) ✿ ____________ ১। সি - সিরাজগন্জ ২। রা - রাজশাহী ৩। জ - জয়পুরহাট ৪। চু - চুয়াডাঙ্গা ৫। মা - মাগুরা (১ম) ৬। লা - লালমনিরহাট ৭। গা - গাইবান্ধা
Posted on: Sat, 03 Jan 2015 17:16:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015