কিছুদিন আগ পর্যন্ত # facebook- - TopicsExpress



          

কিছুদিন আগ পর্যন্ত # facebook- এ একটা বিষয় নিয়ে খুব উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টা ছিল # রেলমন্ত্রীর বিয়ে নিয়ে। তখন সবাই বিষয়টা নিয়ে কত হাসি তামাশা করছে। কত রকমের # স্ট্যাটাস ফেসবুক জুড়ে দেখলাম। # এইবার মনে হল বিষয়টা নিয়ে কিছু লেখা উচিত। রেলমন্ত্রীর বিয়ের পর দিনই # সারাদেশে ব্যাপী বিদ্যুৎ না থাকায় শুরু হল ব্যাঙ্গ করার নতুন উপায়। কত রকমের স্ট্যাটাস! ৬৭ বছরের ইঞ্জিনের সাথে ২৯ বছরের বগি জোড়া লাগাতে গিয়ে সব বিদ্যুৎ শেষ। আর ২৯ বছরের মেয়ে রিক্তাকে নিয়ে কত কথা। # সে টাকার লোভী। টাকার জন্য ৬৭ বছরের বুইড়াকে বিয়ে করছে। আর সেই পরিচিত কথা তো আছেই গাছে টাকা ধরলে মেয়েরা গাছকেই # বিয়ে করত। আর কয়েকজন তো রেলমন্ত্রীকে # সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধির উপায় বলছেন। এর মধ্যে ফেসবুকের লেখকদেরও দেখলাম। প্রচন্ড # খারাপ লাগছে তাদের লেখাগুলা দেখে। বুঝলাম না তারা কিভাবে লিখলেন ? আসেন একটু বাস্তবে উঁকি দেই। মেয়েটার নাম # হনুফা_আক্তার_রি ক্তা ,বয়স ২৯। রেলমন্ত্রীর সাথে পরিচয় চাকুরীর সুপারিশ # চাইতে গিয়ে। সেখান থেকেই পরিচয়, ভালোবাসা এবং পরিণয়। আচ্ছা বলতে পারেন আমাদের দেশের মেয়েদের বিয়ের বয়স কত? ১৮-২৫ বলা যায়। ২৫ বছরের অবিবাহিত মেয়েকে এখনো # সমাজ # বোঝা মনে করে। সেখানে মেয়েটির বয়স ২৯। এত বছরেও তার বিয়ে কেন হয়নি ভেবেছেন কখনো? কেন তাকে এই বয়সে চাকুরীর জন্য ছুটতে হয়েছিল ভেবেছেন # কখনও ? হয়ত ভাবেন নি। # কিন্তু - তাকে নিয়ে কত ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। লিখেছেন কত হাসি তামাশা মূলক # স্ট্যাটাস ! মেয়েটা কিন্তু দরিদ্র পরিবারেরই সন্তান # ছিল । যার বাড়ীর পথ ছিল কাঁচা মাটির। কিন্তু সেই মাটির রাস্তাকে একদিনের ব্যবধানে করা হয়েছিল পিচঢালা # রাস্তা । তার হতদরিদ্র পরিবারের এলাকার উন্নতি ঘটছে ধীরে ধীরে। তার # সকল কষ্ট দু:খ মুছে গেছে ঐ একটা মানুষকে ভালোবাসার জন্য বিয়ে জন্য। তাহলে কি মেয়েটার সেটা করা ভুল? আমার মতে অবশ্যই না। একটু ভাবেন একটা ২৯ বছরের # মেয়ে কখন বিয়ের চিন্তা না করে নিজের সংসার চালানোর জন্য চাকুরীর পেছনে ছুটে? কতটুকু কষ্ট থাকলে সে চাকুরী করতে চেয়েছিল তার পরিবারের # একটু সুখের জন্য? আর আপনি মনে করেন আপনি ৩০ বছর বয়সী এক শক্ত সামর্থ্য পুরুষ। আপনার সামনে ২৯ বছরের এমন একটি মেয়েকে বিয়ে জন্য # আনলে আপনি চাইবেন তাকে বিয়ে করতে? আপনিও ত চাইবেন ২০-২২ বছরের কাউকে বিয়ে করতে। আর মেয়েটা তো পারত নিজের # শরীর বিক্রি করে চলতে। সে তো তা করেনি। হোকনা তার স্বামী বয়স্ক। তাকে তো ভালোবাসে। মেয়েটার বৈধ পথ বেছে নেয়াটা দোষ # হয়ে গেছে না? আর রেলমন্ত্রী মজিবুল হক মানুষটাকে নিয়ে কি বলব। ওনাকে সামনে পাইলে স্যালুট করতাম। ইনি চিরকুমার সংঘের সভাপতি ছিলেন। উনি তো ইচ্ছা করলেই # লোকচক্ষুর আড়ালে টাকা দিয়ে মেয়েটাকে ভোগ করতে পারতেন। কেউই জানত না। # তার দোষ কেন তিনি মেয়েটাকে পতিতা বানালেন না? কেন তিনি মেয়েটাকে ভালোবাসলেন? কেন # তাকে বৈধভাবে বিয়ে করলেন? আসলেই তাকে তিনি বিয়ে করে ভুল করেছেন। টাকা দিয়ে ভোগ করলেই পারতেন। বাঙালীদের সবচেয়ে বড় দোষ আমরা অবৈধ জিনিসকে হাততালি দিয়ে বৈধ বানাতে উঠে পড়ে লাগি। আর বৈধ জিনিসকে বৈধ ভাবতে শরীরে চুলকানি দেখা দেয়। ইস! কি চুলকানি। আবার কেউ কেউ মন্ত্রীকে বিভিন্ন হারবাল ঔষধের পরামর্শ দিছেন। কেউ কেউ বলছেন ভায়াগ্রা ব্যবহার করতে। আরো কত কত কথা! তাদের ব্যাপারে একটা কথাই মাথায় আসে, তাদের মনে হয় শারীরিক সক্ষমতা নেই। তাই তারা ভাবলেন তাদের তরুন অবস্থাই সক্ষমতা নেই আর মন্ত্রী মহোদয়ের কিভাবে থাকবে? তাই পরোপকার করতে নেমে গেলেন! সবসময় মনে রাখা উচিত যে যেমন সে অন্যকেও তেমনি ভাববে। এটাই সত্য। রতনে রতনই চিনবে, শুয়োর কচু। একটা কথা দিয়েঈ শেষ করব শরীরে শুধু B+(positive) রক্ত নিয়েই ঘুরলেই হবে না। হতে হবে #Be_Positive .....… 19 mins · Public Unlike Page · Report 24 people like this. Write a comment... Comment Attach a photo or mention friends Jahinur Rahaman সালার এডমিন তুমি কি জানপরী ভাই হানুফা বেগম এর মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিলো????? I Unlike · 1 · Reply · Edit · Just now Rezaul Karim Rafi যে লিখছ বস তরে স্যালুট ..... Like · Reply · Just now Sohel Parves বোঝেনা সে বোঝেনা Bojhena Se Bojhena Love Story Like This Page... Like · Reply · 10 minutes ago KM Suvro Joy Mama awesome akta post,,, Like · Reply · 12 minutes ago Harun Hanufa দরিদ্র ঘরের মেয়ে বলে কি তার ভাল বর জুটবে না? Like · Reply · 12 minutes ago Cutee Proma jotil 1ta post.. Like · Reply · Just now
Posted on: Tue, 11 Nov 2014 12:27:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015