কোটা পদ্ধতি - TopicsExpress



          

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রবিবারে চবিতে ছাত্র ধর্মঘট সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রবিবার সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধর্মঘট সফল করতে সকল ক্লাস, পরীক্ষা বর্জন ও বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন এবং ছাত্র বাস চলাচল বন্ধ রাখার ঘোষণাও দেয় তারা। চবিতে কোটা সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে আন্দোলনের দ্বিতীয় দিনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে তারা এ কর্মসূচি ঘোষণা করে। সমাবশে বক্তারা বলেন, ‘মোট জনসংখ্যার ২ দশমিক ৬৩ শতাংশ কোটধারীদের জন্য অযৌক্তিক ভাবে কোটা রাখা হয়েছে ৫৬ শতাংশ। আর বাকি ৯৭ ভাগেরও অধিক শিক্ষার্থীর জন্য রাখা হয়েছে মাত্র ৪৪ শতাংশ। অল্পসংখ্যক জনগোষ্ঠীর জন্য ৫৬ শতাংশ কোটা চালু রাখা কোনোভাবে যৌক্তিক হতে পারে না।’ শনিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সেখান থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চাকসু, কলা অনুষদ, প্রশাসনিক ভবন, সমাজবিজ্ঞান অনুষদ ও বিবিএ অনুষদ ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। সমাবেশ থেকে আগামীকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জন ও শাটল ট্রেন এবং ছাত্র বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের সকল শিক্ষার্থীকে এ ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন সফল করতে আগামীকাল রবিবারের ছাত্রধর্মঘটে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। সমবাবেশে বক্তব্য রাখেন চবি শিক্ষার্থী রিজভী আহমেদ, সুলতান উদ্দিন, লাজু আহমেদ, মিজানুর রহমান, মোক্তাদির হোসেন, রুবেল ও বারেক।
Posted on: Sat, 13 Jul 2013 15:42:07 +0000

Trending Topics



height:30px;">
THE MICROBIOLOGY OF LIFE. Until 1999, the definition of bacteria
"Hoje eu tive medo de acordar de um sonho lindo Garantir reter

Recently Viewed Topics




© 2015