কোন প্রকার ভনিতা না করেই - TopicsExpress



          

কোন প্রকার ভনিতা না করেই বলছি । হতে পারে কথা গুলো ভালো লাগার মত না...,তবুও না বলে পারছি না । বেশ কয়েক মাস আগেও বলেছিলাম যে,দয়া করে আমাকে কোন প্রকার picture tag করবেন না । হ্যাঁ এটা ঠিক যে,হয়ত আমাকে আপন ভেবেই tag করছেন আপনারা ।কিন্তু , আপনারা কেউ বুঝতে চান না যে,এতে করে কারো ভালো নাও লাগতে পারে ।personally আমি নিজেই খুব বিরক্ত হই । ফেবু খুলেই ৫৭-৬০ টা Notification এ ভরে যায় । এগুলো চেক্ করতে করতেই তো বিরক্তি কাজ করে । অনেকেই বিভিন্ন page এ invite করেন ভালো কথা ।আমার like list টা দেখলেই তো বোঝা উচিৎ যে আমি কি ধরনের page পড়ি । তো যারা invite করবেন তারা please একটু দেখে শুনেই invite করবেন । খুব জরুরী যে কথাটি তা হলো please কেউ কোন কিছু tag করবেন না । নতুবা কিছুটা বাধ্য হয়েই আমাকে block করতে হবে । আর আমার যাদের লেখা ভালো লাগে , আমাকে বলতে হয় না,আমি নিজ থেকেই পড়ি । আমি কাউকে কিছু tag করি না ।আর কেউ করুক,তা আমি চাই ও না । কথাগুলো খারাপ লাগলেও অনুগ্রহ করে negativly নিবেন না । আর আপনারা চাইলে inbox এ বললেই,আমি লেখাটি পড়ে নিব । সবার সুস্থতা কামনা করছি.......। ভালো থাকবেন সবাই ।:)
Posted on: Wed, 17 Sep 2014 21:25:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015