কেমন আছ সবাই? আশা করি এর - TopicsExpress



          

কেমন আছ সবাই? আশা করি এর মধ্যেই Nvidia এর GTX970, 980 সবার নজরে এসে গেছে। আর আমার মত অনেকেই এর মধ্যে বাঁশও খেয়েছো নিশ্চই :v যাই হোক, আজকের রিভিওটা হবে বিশ্বখ্যাত টেকজায়ান্ট কোম্পানী ASUS এর বহুল জনপ্রিয় Strix সিরিজের GTX 970 চিপসেটের OC 4GB ভার্সানটি নিয়ে। ইচ্ছা ছিল EVGA GTX 970 SC ACX নিয়ে লেখার যা আমার পার্সোনাল চয়েস ছিল। কিন্তু EVGA এর কার্ড আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, তাই আমার ২য় চয়েসের কার্ডটা নিয়েই আজকের রিভিও সাজিয়েছি। ASUS STRIX GTX 970 OC 4GB GDDR5 ASUS নিয়ে বেশী কিছু বলার আছে বলে আমি মনে করছি না। বিশ্বের প্রায় অনেক গেইমারের ১ নাম্বার চয়েসের মধ্যে ASUS এর প্রোডাক্ট থাকবেই। এদের তৈরী প্রোডাক্টের কোয়ালিটি এবং সার্ভিসের জন্যে এরা বিখ্যাত। ASUS Strix Cooling সিস্টেম হলো তাদের নতুন নন-রেফারেন্স GPU কুলিং সিস্টেম যা কম তাপমাত্রায় (65C এর নিচে) এর ২টি ফ্যানকে পুরোপুরি থামিয়ে রাখে যা সম্পুর্ন শব্দবিহীন কম্পিউটিংয়ের স্বাদ দিতে সক্ষম। এই কুলিংটি ASUS এর পুর্ববর্তী STRIX GTX 780 OC তেও ব্যবহৃত হয়েছিল। যাতে ৩টি U শেপ্ট nickel-plated copper হিটপাইপ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ১টি বড় 10mm হিটপাইপও ব্যবহৃত হয়েছে। যেগুলো সরাসরি GPU কোরের সাথে কোন প্রকার এক্সট্রা প্লেট ছারাই লাগানো থাকে। যা GPU কোরের তাপমাত্রা দ্রুত কমাতে সাহায্য করে। 28.0x14.5 cm এর কার্ডটিতে STRIX কুলিং সিস্টেমের সাথে ২টি 92mm ফ্যান, একটি Backplate এবং VRM চিপগুলোকে ঠান্ডা রাখতে একটি ছোট হিটসিংকও ব্যবহৃত হয়েছে। এটিতে 2x DVI, 1x HDMI এবং 1x Display Port বিদ্যমান। যাতে ৩টি মনিটরকে একসাথে একটি কার্ডে লাগিয়ে ব্যবহার করা যায়। কার্ডটি DX12 ও Nvidia G-sync টেকনোলজী পুরোপুরি সমর্থন করে। কার্ডটিতে ২টি SLI কানেক্টর থাকায় ৩টি কার্ডকে একসাথে লাগিয়ে 3-way-SLI এ কনফিগার করে চালানো যাবে। পাওয়ার কানেক্টর হিসেবে কার্ডটিতে ১টি 8-Pin-PCIe পাওয়ার কানেক্টর ব্যবহার করা হয়েছে। যা সর্বোচ্ছ 225W পর্যন্ত পাওয়ার ড্র করতে সক্ষম। এডভান্স সফ্টয়ার মনিটরিং ও ভোল্টেজ কন্ট্রোলিংয়ের জন্যে কার্ডটিতে ASUS এর নিজস্য Voltage Controller চিপটি ব্যবহার করা হয়েছে। যেটি 6-phase পাওয়ার ডিজাইন করা। কার্ডটিতে বিশ্বখ্যাত কোম্পানী Samsung এর তৈরী 4GB GDDR5 মেমোরী ব্যবহার করা হয়েছে, যার মডেল নাম্বার K4G41325FC-HC28 , যা 256BIT মেমোরী বাস স্পিডের এবং যেটি 1750MHz (7000 MHz GDDR5 effective) মেমোরী ক্লক স্পিডে সেট করা হয়েছে। GPU কোর হিসেবে এটিতে আছে Nvidia এর তৈরী GTX970 চিপ। যা বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা কোম্পানী TSMC, Taiwan এর ফ্যাক্টোরীতে তৈরী করা। 1,664 CUDA কোরের GPU টিতে 64 ROPs আছে। যেটি 28nm এর Maxwell আরকিটেক্চারের GM204 গ্রাফিক্স প্রসেসিং কোরের তৈরী। কার্ডটি ফ্যাক্টরী ওভারক্লক করা যার বেস ক্লক স্পিড 1114 MHz এবং বুষ্ট ক্লক স্পিড 1253 MHz যা রেফারেন্স কার্ড থেকে 3DMark Fire Strike এ প্রায় 7% বেশী স্কোর দিয়ে থাকে। যার ডাই এর পরিমাপ 398 mm এবং এটিতে 5.2 billion ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। => পাওয়ার কনজাম্পশনঃ কার্ডটির Power Consumption রেজাল্ট খুবই আকর্ষনিয়। এটি আইডেলে মাত্র 9W, মাল্টি মনিটরে 11W, ব্লুরেতে 12W, এভারেজে 161W, মেক্সিমাম 173W এবং পিক এ সর্বোচ্ছ 179W পাওয়ার ব্যবহার করে। যেখানে পিক এ GTX780 - 220W, R9 290 - 263W, GTX780TI - 268W এবং R9 290X - 294W পাওয়ার ব্যবহার করে থাকে। => নয়েজ লেভেলঃ কার্ডটির ফ্যান নয়েজ লেভেল extremely quiet এটি আইডলে 0dbA এবং ফুল লোডে 29dbA শব্দ উত্‍পন্য করে। যেখানে GTX780 - 36dbA, GTX780TI - 39dbA, R9 290 - 49dbA এবং R9 290X - 50dbA পর্যন্ত শব্দ উত্‍পন্য করে থাকে। => ওভারক্লকিং পারফরমেন্সঃ TechPowerUp এর এক প্রতিবেদন অনুযায়ী কার্ডটির কোর ক্লককে মেক্সমিমাম 1290 MHz ক্লক পর্যন্ত এবং মেমোরী ক্লককে 1990 MHz ক্লক পর্যন্ত ওভারক্লক করা গেছে। যা কার্ডটির ডেফল্ট কোর ক্লক থেকে প্রায় 16% এবং ডেফল্ট মেমোরী ক্লক থেকে প্রায় 14% বেশী ওভারক্লক করা সম্ভব হয়েছে। ওভারক্লকিংয়ের দিক দিয়ে এটি ২য় স্থানে আছে যেখানে EVGA 780 SC ACX কার্ডটি ১ম স্থান দখল করে রেখেছে। ওভারক্লকিংয়ে এটি Actual 3D performance এ 12.3% বেশী পারফরমেন্স রেজাল্ট দিয়েছে। => গেইমিং পারফরমেন্সঃ ওভারল 1080p গেইমিং এ এটি রেফারেন্স GTX980 থেকে 8% স্লো এবং রেফারেন্স GTX780TI কার্ডটি এই কার্ড থেকে কিছুটা বেশী ফাষ্টার প্রমানিত হয়েছে। কার্ডটি 1080p গেইমিংয়ে রেফারেন্স GTX780, রেফারেন্স R9 290 এবং রেফারেন্স R9 290X এই ৩টি কার্ডকেই হারিয়ে দিয়েছে। => টেকনিক্যাল স্পেসিফিকেশনঃ Strix GTX 970 *. Model: STRIX-GTX970-DC2OC-4GD5 *. Graphics Engine: NVIDIA GeForce GTX 970 *. Bus Standard: PCI Express 3.0 *. OpenGL: OpenGL 4.4 *. Video Memory: 4 GB GDDR5 *. GPU boost Clock: 1253 MHz *. GPU base Clock: 1114 MHz *. CUDA cores: 1664 *. Memory Clock: 7010MHz *. Memory Interface: 256-bit *. DVI Output: 1 x DVI-I / 1 x DVI-D *. HDMI Output: 1 x native HDMI 2.0 *. HDCP compliant: Yes *. DisplayPort: 1 x native DisplayPort 1.2 *. Software Bundled: GPU Tweak *. Dimensions: 5.5 x 11 x 1.57in => মতামতঃ 1080p, 1440p রেজুলেশনের গেইমিংয়ের জন্যে এই কার্ডটিই এখন আদর্শ্য কার্ড হিসেবে প্রমানিত। তাই যাদের ৩২/৩৩ হাজার টাকার বাজেট তারা কার্ডটি কিনতে পারেন। আর যদি কেউ বিদেশ থেকে কার্ডটি আনাতে চান তাহলে তাদের খরচ পরবে ২৭/২৮ হাজার টাকা, কারন এটির আন্তর্জাতিক মূল্য $340 মার্কিন ডলার। ASUS এর প্রোডাক্ট বাংলাদেশে Global Brand (Pvt.) Limited, Bangladesh বাজারযাত করে থাকে এবং কার্ডটি সম্পর্কে আরো জানতে তোমরা আমার বন্ধু Z Rahman Milky [Executive, GBPL Gaming Products] এর সাথে যোগাযোগ করতে পারো। আশা করি রিভিওটি সবার ভাল লাগবে। © #SAZZAD_AG
Posted on: Sun, 21 Sep 2014 16:56:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015