কারও হব না আমি এখানে - TopicsExpress



          

কারও হব না আমি এখানে এসোনা তুমি এখানে অগ্নি এখানে আসলে তুমিও জলে যাবে। এখানে এসোনা কেউ ওই দহন থামে না, কোনদিন দগ্ধ বালুকায় মরীচিকা শুধু ভাসে। এখানে এসনা তুমি , প্রেমকে জান না, অবাঞ্চিত লাঞ্চনায় স্তব্ধ হয়ে থাকা, প্রকাশ্যে যায়না বলা। এখানে এসনা তুমি, ভুল করেও হাত বাড়িও না, স্পর্শগত প্রেম তোমায় দেবেনা ধরা। ঐ একাই যেতে হবে ফিরে সবটুকু ভালোবাসা কবর দিয়ে, বুকে পাথর বসিয়ে। এখানে এসোনা তুমি, আমি আছি থাকবো বটে, বিভাবরী একাই হেটে যাব চলে, স্তব্ধ গতিতে নিঃশেষ হব, কারও হবনা আমি, এখানে এসনা তুমি।
Posted on: Tue, 12 Aug 2014 07:32:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015