কাল দুই প্রকার। ইহকাল - TopicsExpress



          

কাল দুই প্রকার। ইহকাল এবং পরকাল। যাহারা ইহকালে সুখ করে, পরকালে তাহারা দুঃখ পাইবে যাহারা ইহকালে দুঃখ পাইবে, পরকালে তাহারা সুখী হইবে জগতও তদ্রুপ দুই প্রকার । বাস্তব জগৎ এবং ভার্চুয়াল জগৎ। যাহারা ভার্চুয়াল জগতে মজা পাইবে, বাস্তব জীবন তাহাদের কঠিন হইবেক। আর যাহারা ভার্চুয়াল জগতে আনন্দ পাইবে না, তাহাদের সত্যিকারের জীবন হাসি, আনন্দে ভরিয়া উঠিবে। অতএব, বাছিয়া লও? কোন জীবন তুমি চাও? ( একটু আগে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে ইনবক্সে এই তথ্য দিলেন। )
Posted on: Thu, 01 Aug 2013 04:58:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015