কালচার শব্দটা এসেছে - TopicsExpress



          

কালচার শব্দটা এসেছে জার্মান ‘CULTURA’ শব্দ থেকে । CULTUR এর অর্থ ‘CULTIVATION’ বা ‘কর্ষণ’ । কালচার শব্দটি সর্বপ্রথম ব্যাবহার করেন বেকন । তিনি কালচার বলতে বুঝিয়েছেন নিবিড় সত্ত্বার সারভাগ । এই কালচারের সাথে তাই ভূমির গভীর সম্পর্ক রয়েছে । বাংলাদেশের যে ভৌগলিক সীমা, এই সীমায় অবস্থিত সকল ভূমি এবং এলাকা শুরু থেকেই মুসলমানরা আবাদ করেছে । এর উপর প্রকাশিত আমেরিকান পণ্ডিত রিচার্ড এস ইন্টেনের “The Rise Of Islam and the Bengal Frontier 1214 to 1760” গবেষণামূলক বই প্রকাশিত হয়েছে । এই বইয়ে তিনি বলেছেন যে, “জঙ্গলের এলাকাকে ‘Settlement’ এর জন্য দেয়া হত । শর্ত ছিল একটা করে মসজিদ গড়ার এবং সেখানে লোকজন ধর্ম কর্ম করবেন । আর এভাবে সে সময় জঙ্গল এলাকায় আবাদ শুরু হয়” । অতএব, আমাদের পূর্ব পুরুষরা যখন বাংলাদেশে আবাদ শুরু করেন, তারা কোন জীব-জন্তুর শিং মাথায় লাগিয়ে, শুঁড় লাগিয়ে, পিছনে লেজ লাগিয়ে, ঢুক-ঢাক ঢুক-ঢাক করে তা করেননি । তারা কলেমা পড়ে মসজিদে প্রার্থনা করেছেন । এই দলিল দস্তাবেজগুলো এখনো জেলা গেজেটিয়ারে পাওয়া যায় । আর লেখার জন্য সব থেকে ভাল কাগজ তখন এই বাংলাতে পাওয়া যেত । লেখার মাধ্যমে ধর্ম প্রচারিত হয় । এখানে কেউ কাউকে জোর করে মুসলমান করেনি। কিন্তু আজ হারিয়ে গেছে সেই পুরাতন মুসলিম কালচার । হিন্দুয়ানী সংস্কৃতি যেভাবে আজ জেঁকে বসেছে, তাতে হয়ত আমাদের পরের প্রজন্ম জানতেই পারবেনা মুসলিমদের হাতে গড়ে ওঠা সর্ব প্রথম এই বাংলা সংস্কৃতির ইতিহাস । যার একটা নিজস্ব স্বকীয়তা ছিল । আজ তসলিমা নাসরিন, ডাঃ আহমদ শরিফ, হুমায়ুন আযাদ এর মত লেখকের আবির্ভাব ঘটেছে । যারা বাংলার মুসলিম সংস্কৃতিকে মৌলবাদ আখ্যা দিয়ে একটি বিশেষ ধর্মের সংস্কৃতিকে আমাদের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেছে এবং অসাম্প্রদায়িক চেতনার দোহাই দিয়ে এটা আজকাল খুব বেশী বিস্তার লাভ করছে । তসলিমা নাসরিনের জরায়ুর স্বাধীনতা আজ সূর্যাস্ত আইন বাতিলের দাবিতে পরিণত হয়েছে । “Dark deeds are better done in the dark” অর্থাৎ অন্ধকারের কাজ (কুকাজ) অন্ধকারেই ভাল করা যায় । বসন্ত বরণের ডামাডোলে কপালে টিপ লাগানোর যে প্রতিযোগিতা আজ শুরু হয়েছে, তা শেষ পর্যন্ত সিঁথির সিঁদুর না হয়ে দাঁড়ায় । সাংস্কৃতিক আগ্রাসন ইসলামী সংস্কৃতির মূলে মারাত্মক আঘাত হেনে চলেছে । বাংলাদেশের ধর্মভ্রষ্ট বুদ্ধিজীবীরা ১৫ কোটি মানুষের তুলনায় বিন্দুবৎ কিন্তু এই বিন্দুর মধ্যে রয়েছে সিন্ধুর ব্যাপকতা । তাই ভয় হয় মুসলিমদের অস্তিত্ব ও সংস্কৃতি বাংলাদেশ থেকে অচিরেই না বিপন্ন হয় ।
Posted on: Tue, 19 Nov 2013 16:08:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015