কাহিনীটা ইংরেজিতে ছিল। - TopicsExpress



          

কাহিনীটা ইংরেজিতে ছিল। একটু আগেই পড়লাম, ভাল লাগল তাই ঝটপট বাংলায় অনুবাদ করলাম। originally it was $20.00 bill কিন্তু আমি মাত্র ১শ টাকা লিখছি ----------------------------- সার ক্লাসে একটা মেয়েকে কাঁদতে দেখলেন। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, - কি হয়েছে ? -- [মেয়েটা কাঁদতে কাঁদতে বলল] সার, উর্মি আমাকে বলেছে আমি নাকি স্টুপিড, আমি নাকি কিছুই বুঝি না। আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। তখন সার ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে পকেট থেকে একশ টাকা বের করে বললেন, - কে চায় এই একশ টাকা ? ছাত্র ছাত্রীরা হাত তুলে চেঁচা-মেচি শুরু করে দিল । সার আমি চাই, আমি চাই । সার বললেন, আমি তোমাদের মধ্য থেকে একজনকে এই একশ টাকা দিব । কিন্তু এর আগে কিছু শর্ত আছে। ছাত্র ছাত্রীরা বলল, কি শর্ত সার ? সার একশ টাকার নোটকে হাত দিয়ে ভাজ করে ফেললেন এবং জিজ্ঞেস করলেন, - এখন কে এই একশ টাকা চায় ? ছাত্র ছাত্রীরা আবার হাত তুলে চেঁচা-মেচি শুরু করে দিল । সার আমি চাই, আমি চাই । সার এইবার টাকা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষতে শুরু করলেন। টাকাটাতে মাটি লেগে গিয়ে নোংরা হয়ে গেল। সার জিজ্ঞেস করলেন, - এখন কে এই নোংরা টাকাটা নিতে চায় ? ছাত্র ছাত্রীরা আবার হাত তুলে চেঁচা-মেচি শুরু করে দিল । সার আমি চাই, আমি চাই । সার বললেন, আমি এই টাকাকে যাই করি না কেন, তোমরা সবাই এই টাকা নিতে চাও কারণ এই টাকার মূল্য কখনও কমবে না। সবকিছুর পরেও এর মূল্য একশ টাকাই থাকবে । ভাজ হোক, নোংরা হোক, মাটি লাগুক যাই হোক এর মূল্য একশ টাকা। তাই না ? সবাই উত্তর দিল: জ্বি সার তাহলে সবসময় মনে রেখ, আমাদের জীবনে অনেক কষ্ট আছে, অনেক ব্যর্থতা আছে । আমাদেরকে অনেকেই অনেক কিছু বলবে, আমাদেরকে গালি দিবে, আমাদেরকে খারাপ বলবে কিন্তু সবকিছুর পরেও আমাদের জীবনের মূল্য কিন্তু কমে না। তাই অন্যের কথা শুনে নিজেকে কখনও ছোট মনে করবা না। কারণ ? ছাত্র-ছাত্রীরা উত্তর দিল: কারণ, We are priceless ----------------------------- The worth of our lives comes not in what we do or who we know, but by WHO WE ARE. You are special - Dont EVER forget it. ½ Life
Posted on: Wed, 29 Oct 2014 16:57:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015