কথা হচ্ছিল ইসলামিক - TopicsExpress



          

কথা হচ্ছিল ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বিসিএস পররাষ্ট্রে নিয়োগ পাওয়া ভাইটির সাথে। ভাই আমার এলাকার। ভার্সিটি লাইফের প্রথম দিকে প্রায়ই উনার রুমে যেতাম—বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতে। জিয়া হলে থাকতেন। যতবার গিয়েছি, দেখেছি ভাই ‘ ইনগ্রোসট ইন স্টাডি’। পুরো টেবিল, বেড আর জানালার ধার অসংখ্য বইয়ে কাভারড! খুব ভাল বাচনভঙ্গি। বাংলা- ইংলিশ দুটোই। বেশিরভাগ সময়ই ইংলিশ বলতেন। ভাই এত শুদ্ধ করে কথা বলতেন যে, বোঝার কোন উপায় নেই উনি আমাদের উত্তরবঙ্গের। স্মার্ট বলতে যা বোঝায় তাই। সামাজিক, ধর্মীয় কিংবা রাজনৈতিক গোঁড়ামি নেই! ঢাবির আইডিয়াল স্টুডেন্ট আর কি! ভাই এখন সহকারী পররাষ্ট্র সচিব— Ministry of Foreign Affairs । বিসিএস-এ এটিই একটিমাত্র পদ যেখানে ডাইরেক্ট সচিব হওয়া যায়। অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি। -‘ Vai, how did you make it possible from Islamic Studies Department? It never happened before!’ জিজ্ঞেস করতেই কিছু নীতিকথা শোনালেন --- -‘It’s possible! Departments don’t matter. মনঃস্বপ্ন থাকতে হয়। If you cherish a dream or destination in your heart and work accordingly, you’ll reach there, it’ll automatically come as true after the definite time . If you salute your duty, you don’t have to salute others.’ -‘What’s about corruption or bribery?’ -‘Forget this! Its a rumor. Do you know who take the viva? They’re high officials serving for over 20 years. They don’t have intention of doing the illegality. প্রতিটি মানুষের এইজের একটা লেভেল থাকে যখন তাঁদের মানুষের বা দেশের উপকার ছাড়া অন্য কোন ইচ্ছা জাগেনা। উনারা সেই পর্যায়ের লোক। আরে তুমি দুর্নীতির কথা বলছ! ভাইভাতে বসেতো উনারা যোগ্য লোকই খুঁজে পান না। Most of the candidates don’t have good pronunciation and deep knowledge on the posts they prefer.বড় একটা পদে যে তোমাকে নিয়োগ দেবেন, সেটার জন্য তুমি কতটা পারফেক্ট সেটা যাচাই করবেন না! আমি বলছিনা যে, they’re beyond the greed of money. কিন্তু টাকা দিয়ে উনাদেরকে সন্তুষ্ট করার মত টাকা একজন বিসিএস বা এধরনের চাকরি প্রত্যাশীদের থাকেনা। সো , ফেয়ার ওয়েতেই সবকিছু হয়। Can you believe what the first question they asked me?’ -‘What? Please, tell. -They asked me, ‘what are the differences and similarities among the constitutions of Sri Lanka, Nepal and Bhutan?? Compare them’. তিরিশ মিনিটরেও বেশি সময় ধরে এভাবেই বুঝিয়েছন আমাকে। প্রশ্ন শুনে আমার চান্দি গরম অবস্থা! মনে মনে পড়াশোনায় গভীর মননিবেশের সিদ্ধান্ত নিয়ে হ্যান্ডশেক করেই সুড়সুড় করে সেখান থেকে কেটে পড়ি।
Posted on: Sun, 02 Nov 2014 09:56:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015