কবিতা - Poem বধু কোন আলো - TopicsExpress



          

কবিতা - Poem বধু কোন আলো লাগলো চোখে __________রবীন্দ্রনাথ ঠাকুর বধু কোন আলো লাগলো চোখে ! বুঝি দীপ্তিরূপে ছিলে ছিল মন তোমারি প্রতীক্ষা কর যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্মবেদনাঘন অন্ধকারে- জন্ম-জনম গেল বিরহশোকে । অস্ফুটমঞ্জরী কুঞ্জ সঙ্গীতশুন্য বিষন্ন মনে সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি পোহাবো কি নির্জনে শ পাতি ! সুন্দর হে, সুন্দর হে, বরমাল্যখানি তব আনো বহে, তুমি আনো বহে ! অবগুন্ঠনছায়া ঘুচায় দিয়ে হেরো লজ্জ্বিত স্মিতমুখ শুভ আলোকে ।।
Posted on: Wed, 31 Jul 2013 20:54:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015