কলেজ-- বিশ্ববিদ্যালয় এর - TopicsExpress



          

কলেজ-- বিশ্ববিদ্যালয় এর হোস্টেলে কি হচ্ছে এই হোস্টেল গুলাতে. কত কিছুই তো আমরা পত্রিকায় দেখছি. কিন্তু কতজন আমরা তার প্রতিবাদ করছি. ইডেনে কলেজের ছাত্রীরা যৌন কাজে ধরা খেল. ছাত্রিলিগের মহিলা ক্যাডাররা কিছু ছাত্রীদের দিয়ে করছে যৌন বেবসা. রাতে তাদেরকে মিলে কোন আবাসিক হোটেলে. কাল এক কলেজের মেসে গন ধর্ষণ করল এক ৭ম শ্রেণীর মেয়েকে. সে বাধ্য হয়ে আত্মহত্যা করল. আজ ধরা খেল তিতুমির কলেজের এক মেয়ে ইয়াবা নিয়ে. শিক্ষক হয়ে পরিমল করল ছাত্রীদের সাথে সেক্স এর ভিডিও যা আজ সবার হাতে হাতে. গৌরীপুরে শ্রেণীকক্ষে প্রথম শ্রেণীর ছাত্রীকে শিক্ষকের ধর্ষণ, যৌন নির্যাতনকারী শিক্ষক বাসুদেবকে জামিন দিল আদালত আরেক শিক্ষক পান্না একাই করল অনেক ছাত্রীদের সাথে যৌন আচরন. বাদ যাইনি তার সহপাঠীর মেয়েরাও. বাদ পড়েনি সুন্দরী কোন গৃহবধূ . একাই করেছেন কয়েকশ যৌন নিপীড়ন মুন্সিগঞ্জে এক শিক্ষকের ৬ মাসের জেল হয়েছে ছাত্রীদেরকে যৌন নিপীড়ন করার কারনে কলেজে গেলে নাস্তিকতা শিক্ষা দেওয়া হয় কলেজ এর ছাত্ররা চাঁদাবাজি করে. মদ গাঁজা. সব রকম নেশায় জড়িয়ে যায়. এর বাহিরেও হাজার হাজার স্কুল কলেজে কত কিছু হচ্ছে যা আমাদের চোখে আসছেনা. যারা শিক্ষা দিবে তারাই যদি এমন করে তাহলে তাদের ছাত্ররা কেমন হবে. এই কাজ দেখে আমাদের অনেকের বোন বা মেয়েকে স্কুল কলেজে দিতে ভয় পাচ্ছে. একটু চোখ খুলুন আর দেখুন আমাদের এলাকার স্কুল কলেজের মধ্যে কোন শিক্ষক এর চরিত্র কেমন. আমরাই পারব এদের মুখোস খুলে দিতে. আসুন আমরা সবাই চোখ রাখি কিছু কুলাঙ্গার শিক্ষক আর কুলাঙ্গার ছাত্র ছাত্রীদের দিকে. যেই কোন ঘটনা নাম সহকারে ফেসবুক এ প্রকাশ করলে তারা আর সহস পাবেনা এই রকম অপরাধ করতে. .. Fan post..
Posted on: Fri, 21 Jun 2013 13:41:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015