কলেজ লাইফে আমার রুম মেট - TopicsExpress



          

কলেজ লাইফে আমার রুম মেট ছিলো ইশরাত ।বর্তমানে দিল্লিতে Engineering Physics নিয়ে স্টাডি করতেছে।পুরো কলেজ লাইফে সবাইকে জ্বালাই পুড়াই ছারখার করে ফেলছে। আমরা যদি বলতাম King মানে রাজা ও বলতো Monarch মানে রাজা >_< ।আমরা যদি বলতাম Society মানে সমাজ,ও বলতো Monde মানে সমাজ >_< ।ঠিক তেমন Warning = সতর্কীকরণ,ও বলতো Monition = সতর্কীকরণ :/ ।আমরা জনতাম Mole = তিলক ও বলতো Mole মানে কুঁতকুঁতে চোখের প্রানি । বুঝেন অবস্থা ,ওর কোন আর্টিকেল পড়তে গেলে ঘাম ছুঁটে যেত।গুজব আছে যে ওর পরীক্ষার খাতা কাটতে গেলে স্যার ম্যাডাম রা ডিকশনারি নিয়ে বসতো >_< ।ইনঞ্জিনিয়ারিং পড়তেছে, ফিউচারে হয়তো নাসা,ফাসা তে জব পেয়ে যাবে, বাট এই জ্বালা সহ্য করবে কে :3 আজকে মেইলে বহুত গল্পসল্প করে happy new year বললাম। কিছুক্ষণ আগে রিপ্লে দিছে। লিখা Auspicious New Year :D মানে একই :/ ।Auspicious শব্দের অর্থ খুঁজতে ডিকশনারি নিয়ে বসতে হইছে :( ওহহ, ওর কাছে ডিকশনারি মানে Lexicon >_< >_
Posted on: Wed, 31 Dec 2014 16:30:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015