কলকাতার বিখ্যাত শিল্পী - TopicsExpress



          

কলকাতার বিখ্যাত শিল্পী "নচিকেতা বৃদ্ধাশ্রম" নিয়ে যখন তার সেই কালজয়ী গান টি করেন , এর কিছুদিন পরে কলকাতার একজন নামী দামী এম.এল.এ তাকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় । নচিকেতা কে বলা হয়েছিল "বয়স্ক" লোকদের নিয়ে একটি অনুষ্ঠান হবে , কিন্তু "নচিকেতা" অনুষ্ঠানে গিয়ে দেখেন সেখানে একটি "বৃদ্ধাশ্রম" উদ্বোধন এর অনুষ্ঠান এবং এর মূল অতিথি হলেন তিনি ! এর ফলে "নচিকেতা" খুভ রাগারাগি করে চলে আসতে শুরু করেন , তখন পিছন থেকে সেই এম.এল.এ তাকে বলেন আর আসবেন না ? জবাবে "নচিকেতা" বলেছিলেন হ্যা অবশ্যই আসব যে দিন এই আশ্রম বন্ধ হবে সে দিন তালা দিতে আসবো । কোন সন্তান জীবিত থাকতে যেন তার পিতা-মাতা কে কোন বৃদ্ধাশ্রমে যেতে না হয় । ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামী দামী সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।।
Posted on: Thu, 29 Aug 2013 16:00:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015