কুমিল্লা_বিশ্ববিদ্যালয় - TopicsExpress



          

কুমিল্লা_বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার মোট নম্বর ১৫০। MCQ - 100 SSC & HSC GPA -50 Note: এস.এস.সি এর জিপিএ (চতুর্থ বিষয়সহ) কে ৪ এবং এইচ.এস.সি এর জিপিএ (চতুর্থ বিষয়সহ) কে ৬ দ্বারা গুণ করে ভর্তি পরীক্ষার মার্কের সাথে যোগ করা হবে। A unit Exam Marks Distribution : English-15 Bangla-10 Physics- 25 Chemistry- 25 Biology/Math- 25 Note: যারা ম্যাথম্যাটিকস উত্তর করবেন তারা শুধু ম্যাথ রিলেটেড বিষয় পাবেন যেমনঃ ICT, CSE, Mathematics, Statistics, Physics। আর যারা বায়োলজি উত্তর করবেন তারা শুধুমাত্র Pharmacy, Chemistry পাবেন। # পাশ নাম্বারঃ ৪০% নাম্বার পেতে হবে। B unit Exam Marks Distribution : English-25 Bangla-25 Social Science / Science Group Subjects / Business Studies - 40 General Knowledge - 10 # পাশ নাম্বারঃ ৪০% নাম্বার পেতে হবে। C unit Exam Marks Distribution : English-20 Bangla-10 Accounting- 25 Business- 25 Analytical Ability & Critical Reasoning- 20 # পাশ নাম্বারঃ ৪০% নাম্বার পেতে হবে প্রতি বিষয়ে আলাদা আলাদা ভাবে। A Unit & B Unit থেকে যারা C Unit এ পরিক্ষা দিবে Marks Distribution : English-20 Bangla-10 General Knowledge - 10 Mathematics [Science]/ Economics/ Statistics -60 #পাশ নাম্বারঃ ৪০% নাম্বার পেতে হবে।
Posted on: Tue, 25 Nov 2014 04:51:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015