ক্রিকেটে কত রেকর্ড হয় - TopicsExpress



          

ক্রিকেটে কত রেকর্ড হয় কত রেকর্ড ভাঙ্গে । নিচে ক্রিকেটের কয়েকটি সেরা রেকর্ডগুলোর লিস্ট দেয়া হলো । ¤ স্যার ডন ব্র্যাডম্যান - এভারেজ ৯৯.৯৪ । ¤ শচীন টেন্ডুলকার - ১০০তম সেঞ্ছুরি । ¤ মার্ক ভাউচার - ৯৯৯টি ডিসমিসাল । ¤ ব্রায়ান লারা - ১ ইনিংসে ৪০০ রান । ¤ মুত্তিয়া মুরালিধরন - টেস্ট ক্যারিয়ারে ৮০০টি উইকেট এবং ওডিআই ক্যারিয়ারে ৫৩৪টি উইকেট । ¤ শহীদ আফ্রিদী - ৩৭ বলে দ্রুততম সেঞ্ছুরি । ¤ জিম লেকার - এক টেস্ট ম্যাচে ২ ইনিংসে ১৯ (১০+৯) উইকেট । ¤ ভিরেন্দার শেহওয়াগ - এক ওডিআই ম্যাচে ২১৯ রান । এবার বলুন উপরের রেকর্ডগুলোর মধ্যে কোনটি আপনার বেশী প্রিয় ?
Posted on: Thu, 18 Jul 2013 03:54:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015