কয়েক দিন আগে একটি মুভি - TopicsExpress



          

কয়েক দিন আগে একটি মুভি দেখলাম। আমার জীবনে দেখা সব চাইতে Underrated মুভিগুলোর একটি। নাম: Frailty(2001) অভিনয়ে: Bill Paxton,Matthew McCaunaghey. পরিচালক: Bill Paxton. Genre : Supernatural thriller, serial-killer. IMDB :৭.৩ Rotten Tomatoes: ৭৪% ছবির গল্প শুরু হয় ফ্ল্যাশব্যাক এর মাধ্যমে। এক সিরিয়াল কিলারকে খুঁজতে ডিপার্টমেন্ট যখন ব্যস্ত, তখন এক ব্যক্তি তার জীবনের গল্প শোনাতে আসে এক এফবিআই এজেন্ট এর কাছে। তার জীবনের গল্প খানিকটা এরূপ, তারা দুই ভাই এবং তাদের বাবা একত্রে যুক্তরাষ্ট্র এর টেক্সাস এ থাকত। তাদের বাবা একবার তাদের জানান যে তিনি একজন এঞ্জেল এর মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়েছেন আমাদের চারপাশে বাসরত মানুষ রূপী শয়তান(ডেভিল) দের খুন করার জন্য। অত:পর তাদের পিতা সেই আদেশ পালনে নেমে পড়েন। শুরু হয় মানুষ হত্যা যজ্ঞ। এ তো হতেই পারে। মানসিক বিকারগ্রস্ত একজন পিতা র কথা বলছি মনে করছেন? যদি বলি এই পিতা তার সন্তানদেরও তাকে এই হত্যাযজ্ঞে সাহায্য করবার আমন্ত্রণ জানান, তবে? একজন বাবা কিভাবে এই কাজ করতে পারেন? ছবির পরিচালক বিল প্যাক্সটন একজন প্রখ্যাত চরিত্রাভিনেতা, যদিও আমাদের কাছে তিনি সুপরিচিত নন। এটি তার প্রথম পরিচালিত ছবি এবং তিনি প্রমাণ করেছেন যে পরিচালক M.Night Shyamalan (the sixth sense,signs,unbreakable)এর মত শুধু কাহিনীর গভীরতা দিয়ে আমাদের ছবিটির প্রতি মুহূর্তে ডুবিয়ে রাখতে পারেন তিনি। একজন বিশ্বখ্যাত চলচ্চিত্র সমালোচক এই মুভি সম্পর্কে বলেছিলেন - বিল প্যাক্সটন এর মত একজন অভিনেতা, যার কিনা পরবর্তী কোন ছবি করার জন্য পরিচালনার মুখাপেক্ষী হতে হবে না, শুধু এমন একজন ব্যক্তির পক্ষেই এই ছবি পরিচালনা সম্ভব। আমি ছবিট দেখেছি Matthew McCaunaghey-র অস্কার পাওয়ার পর এবং আবারো তার অভিনয়ে মুগ্ধ হয়েছি। আত্মবিশ্বাসী পরিচালনা ও তীক্ষ্ণ সিনেমাটোগ্রাফি এই ছবির প্রাণশক্তি এবং চিত্রনাট্যের অননুমেয় বাক এই ছবির মেধা। যারা দেখেছেন তাদের অনুভূতি জানতে চাই ও যারা দেখেন নি তাদেরকে দেখার অনুরোধ জানাতে চাই।
Posted on: Sat, 10 May 2014 16:10:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015