কয়েকদিন আগে একটা অভিনব - TopicsExpress



          

কয়েকদিন আগে একটা অভিনব নিউজ পড়লাম। নিউজটা হচ্ছেঃ “পৃথিবীর সবচেয়ে সৎ শহর ফিনল্যান্ডের হেলসিঙ্কি”-(নিউজ লিংক কমেন্টে)। -তবে এই সৎ শহর নির্বাচনের পদ্ধতিটাও ছিলো বেশ অভিনব। রিডারস ডাইজেস্ট ম্যাগাজিন তাদের একটি প্রজেক্টের অংশ হিসেবে বিশ্বের ১৬টি শহরের প্রতিটিতে ১২ টি করে ওয়ালেট ফেলে রাখা হয়েছিল এটা দেখার জন্য যে, কয়টি ফেরত আসে। ফেলে রাখা প্রতিটি ওয়ালেটে ফোন নম্বর, একটি পারিবারিক ছবি, বিজনেস কার্ড, কূপন এবং ৫০ মার্কিন ডলার বা ৩১ ইউরো করে রাখা ছিলো। ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরের বিভিন্ন স্থানে ফেলে রাখা ১২টি ওয়ালেটের মধ্যে ১১টিই ফেরত এসেছে। সেই হিসেবে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়েছে বিশ্বের সবচেয়ে সৎ শহর। অপরদিকে পর্তুগালের লিসবন সবচেয়ে বেশি অসৎ মানুষের শহর হিসেবে স্থান পেয়েছে । কারণ সেখানের বিভিন্ন স্থানে ফেলা রাখা ১২টি ওয়ালেটের মধ্যে মাত্র একটি ওয়ালেট ফেরত এসেছে। ......নিউজটা পড়েই আমার জীবনের একটা ঘটনার কথা মনে পড়ে গেলো। কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পরীক্ষা দেওয়ার সময় হলের ভিতর আমার মানিব্যাগটি পড়ে যায়। মানিব্যাগটিতে ১০০০ টাকা, দুইটা সিম, দুইটা আইডি কার্ডসহ আরও বেশ কিছু মূল্যবান কাগজপত্র ছিলো। ১৫-২০ মিনিট পরে এসেই মানিব্যাগটা আর পেলাম না। হয়তো আশা ছিলো টাকাটা ফেরত না পেলেও আইডি কার্ডগুলো ফেরত পাবো কেননা আইডি কার্ডগুলোতে আমার ঠিকানা দেওয়া ছিলো। কিন্তু আইডি কার্ডগুলোও আর ফেরত পেলাম না। তো এখন খুশির সংবাদ হচ্ছে-বিশ্বের সবচেয়ে সৎ শহর নির্বাচনের এই ১৬ টি শহরের তালিকায় আমাদের ঢাকা শহরের নাম ছিলো না। থাকলে ফেলে রাখা ১২ টি ওয়ালেটের মাঝে একটিও ফেরত আসতো কিনা সন্দেহ। তবে স্বপ্ন দেখি একদিন এই ঢাকা শহরের তথা বাংলাদেশের মানুষ এতই সৎ হবে যে ফেলে রাখা ১২ টি ওয়ালেটের মাঝে ১২ টিই ফিরিয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে সৎ মানুষের শহর বা দেশ বলে পরিচিত হবে। যদিও বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এখনো আমাদের অবস্থান প্রথম দিকেই। যাইহোক স্বপ্ন দেখতে তো আর সমস্যা নেই!!
Posted on: Thu, 03 Oct 2013 15:55:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015