খাঁটি চাইনিজ মোবাইল - TopicsExpress



          

খাঁটি চাইনিজ মোবাইল চিনুন ১০ টি ধাপে ১। চার্জ দিলে মোবাইল তিন মিনিটে ফুল চার্জ দেখাবে। ২। মোবাইলটিতে TV, Freez, Nailcutter, Sharpner. Lighter সব থাকবে। ৩। টুথপিক দিয়েও টাচস্ক্রিন ব্যবহার করা যাবে। ৪। সেটগুলির নাম ভুল বানানে থাকবে। যেমনঃ Nokla,Blackbelly, Samsong, Sony Ericksun. ৫। যখন কোন বিমান কাছাকাছি উড়ে যাবে মোবাইলে শো করবে 1 missed call. ৬। তিন ফুত সাম্নের জিনিসও ক্যামেরাতে ঘোলা দেখাবে। কিন্তু ক্যামেরার নিচে প্রিন্ট করা থাকবে ’12 megapixel HD auto Focus’. ৭। ফোনের স্পীকার এর সাউন্ড এতই মারাত্মক হবে যে,গায়ে হলুদ পার্টি সামলানো যাবে। ৮। ঠিক এক বছর পর থেকে কাস্টমার কেয়ারে আসা যাওয়া শুরু হবে। ৯। চার্জ দেয়ার পর সেট এত গরম হবে যে তা দিয়ে কাপড় ইস্ত্রি করা যাবে। ১০। পাশ দিয়ে কোন চাইনিজ লোক হেটে গেলে ডিসপ্লেতে আসবে ‘1 Bluetooth device found!’
Posted on: Thu, 24 Oct 2013 03:23:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015