খবরঃ সিপিডি-এমজেএফ - TopicsExpress



          

খবরঃ সিপিডি-এমজেএফ গবেষণা জরিপে তথ্য মজুরি ছাড়াই নারীর কাজের ছায়ামূল্য জিডিপিতে ৭৭ দশমিক ৮০ শতাংশ। “You educate a man; you educate a man. You educate a woman; you educate a generation.” ― Brigham Young “Feminism is the radical notion that women are human beings.” ― Cheris Kramarae নারী(বাংলার) প্রাচ্য দিবা ==== জেগেছে রে জেগেছে! বাংলার নারীরা; সুষুপ্তি ভেঙ্গেছে, বাইরে আজ শাড়ীরা! লেখাপড়া শিখছে, ফুটপাতে হাঁটছে; জীবনখাতা লিখছে, ঘরেবাইরে খাটছে! সংসার-খরচ, কেনাকাটা গরজ; বাচ্চার লেখাপড়া, পরিবারের বাঁধাধরা, তবুও মনগড়া, তিরস্কার ভারাভারা! পুরুষই কাঁদায়, প্রাচীনারও সায়; কেঁদে কেঁদে হাসে, পুরুষকেই ভালোবাসে। দেবী? পরী? হুরী? অপ্সরী? সবার সেরা বাংলার নারী, মমতা খাঁটি, নেই জারিজুরি! জননী জায়া কন্যা, বোঝেনা পুরুষ- অনন্যা! -----
Posted on: Sun, 26 Oct 2014 09:50:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015