খবর: স্বাধীনতা সম্মাননা - TopicsExpress



          

খবর: স্বাধীনতা সম্মাননা পচ্ছেন দেওবন্দি আলেম খবরটি অবশ্য ইতিবাচক; স্বাধীনতা সম্মাননা পাচ্ছেন দেওবন্দি আলেম। স্বাগত জানিয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম। ইসলামপন্থি দলগুলোর মধ্যে একমাত্র জমিয়তই এই স্বাগত জানানোর কাজটা করেছেন। এতে প্রমাণিত হয়েছে, এই জমিয়াত সেই জমিয়ত নয়, যে জমিয়ত ১৯৪৭ সালে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানের দু’প্রান্তে স্বাধীনতার পতাকা ওড়িয়েছিল। এই জমিয়ত সেই জমিয়ত, যে জমিয়ত অখণ্ড ভারতে বিশ্বাসী ছিল। যদিও অখণ্ড ভারত না মুসলিম পাকিস্তান সঠিক সে বিতর্কে গিয়ে কোনো লাভ নেই এখন। কিন্তু যখন জমিয়তের কিছু বন্ধু বিশেষত আহমদ যাকারিয়াসহ অনেকে কথায় কথায় যে-কোনো ব্যাপারে তত্ত্ব-তথ্যবিহীনভাবে চরমোনাইকে আওয়ামী দালাল বলে তখন তার জবাবে বর্তমান ইস্যুটি আমার কোনোভাবে হাতছাড়া করা উচিত নয় মনে করি। বস্তুত বর্তমান জমিয়ত পাকিস্তানের জন্য আন্দোলনকারী জমিয়তে ওলামায়ে ইসলাম নয়, এটি জমিয়তে ওলামায়ে হিন্দের বাংলা সংস্করণ। মরহুম শেখ মুজিবের আমলে সবগুলো ইসলামি দল নিষিদ্ধ থাকার সময়েই ১৯৭৪ সালে বর্তমান জমিয়ত পুনপ্রতিষ্ঠিত হয়। সেই সময় এই জমিয়তের নাম ছিল জমিয়তে ওলামায়ে বাংলা। প্রথম প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম দামপাড়া মাদরাসায়, সাল ১৯৭৪। অতএব ভারত ও আওয়ামী লীগের সাথে জমিয়তের বন্ধুপ্রতীম সম্পর্কের ব্যাপারটা ঐতিহাসিকভাবে স্বীকৃত। এ কারণে দেওবন্দি আলেমকে স্বাধীনতা সম্মাননার আওয়ামী উদ্যোগে স্বাগত জানালো জমিয়ত। তবে আমি মনে করি, সম্মাননার ব্যাপারটা ইতিবাচক। এ উদ্যোগে স্বাগত জানাতেও দোষের কিছু নেই। কিন্তু রাজনীতিক সুবিধা পাওয়ার জন্যে অতিআওয়ামী বিরোধী সেজে হক্কানি পীর সাহেব চরমোনাইকে কথায় কথায় যে-কোনো ব্যাপারে তত্ত্ব-তথ্যবিহীনভাবে দালাল দালাল বলে মুখে খই ফোটান তা আমি সম্পূর্ণ অযৌক্তিক ও ঘৃর্ণ্য কাজ বলে মনে করি। যদিও জমিয়ত এ সম্মাননা জানানোকে স্বাগত না-জানিয়ে পারতো। যেহেতু জমিয়তের মহাসচিব বরেণ্য আলেম মাওলানা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস সাহেব বর্তমানে এই আওয়ামী কারাগারে নির্যাতন ও নিপীড়নে বন্দি। আর এই ধরনের সম্মাননাও শায়খুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রহ.) অতীতে সবিনয় প্রত্যাখ্যান করেছিলেন। যখন ভারতের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য তাঁকে পদ্মভূষণ পদকে ভূষিত করেছিল ভারত সরকার। অতএব সম্মাননা গ্রহণ ও স্বাগত জানানোর ক্ষেত্রে আকাবেরে দীনের ঐতিহ্যের পুরোপুরি অনুসরণ হয়নি। লিখেছেন: মু. সগির আহমদ চৌধুরী facebook/mujahidsagirahmadchawdhury
Posted on: Tue, 01 Oct 2013 15:36:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015