খুব ছোট থাকতে বাবা কে - TopicsExpress



          

খুব ছোট থাকতে বাবা কে হারিয়েছি। তাই বাবার ভালবাসা টা কেমন হয় জানি না। আশেপাশে যখন দেখি একটি বাবা তার সন্তান কে আদর করছে তখন আমারও মন চাই ইশশ আমার বাবা বেচে থাকলে আমাকে এভাবেই আদর করত। বাবা কে নিয়ে এটা আমার জীবনের প্রথম লেখা। পুরোটা গল্প লিখার সময় বাবা কে কল্পনায় অনুভব করেছি। বাবা লেখকঃ রাজশাহীর ছেলে হাবিব বাবা বাবা কোথায় যাচ্ছো? ___এইতো বাবা নামাজ পড়তে যাচ্ছি। ___আমিও যাব তোমার সাথে নামায পড়তে। ___না বাবা তুমি এখন ছোট তোমাকে যেতে হবে না। ___না আমি যাব যাব। আম্মু দেখ বাবা আমায় নামায পড়তে নিয়ে যাচ্ছে না? দিলাম মায়ের কাছে বিচার। এখন তো নামায পড়তে নিয়ে যাবেই। ___হুম বাবা চলো নামায পড়তে। বাবা আমাকে তার ঘারের উপর বসায়ে নিয়ে মসজিদের উদ্দেশ্যে চললেন। ___বাবা এটা কি করছো তুমি? ___অযু করছি বাবা তুমিও করো। অতঃপর বাবার সাথে নামায পড়ে বাসায় চলে আসলাম। এদিকে মা দুপুরের খাবার নিয়ে বসে আছে। বাবারর সাথে একসাথে খেতে বসলাম আমি। ___বাবা আমাকে প্লেটে ভাত দাও। ___না বাবা তুমি প্লেটে খেতে পারবে না। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ___না আমি একা একা খাব। বাবার সাথে দুপুরে খেয়ে ঘুমাতে চলে আসলাম। ___বাবা একটা গল্প সোনাও তো। ___আমি যে গল্প জানি না। ___না শোনাও গল্প। ___এক দেশে ছিল এক রাজা,,রাজার ছিল একটা ছোট ছেলে…………………। বাবার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি বাবা আমার পাশে নাই। আমি কান্না শুরু করলাম। বাবা সেই সন্ধার সময় বাসায় আসল। বাবা আসা পর্যন্ত আমি কাদছিলাম ___কি হয়েছে সোনা, জাদু,কাদছো কেন? ___তুমি আমাকে রেখে কোথাই গিয়েছিলে? ___কোথাও যায় নি তো বাবা। ___না তুমি ছিলে না।কোথায় গিয়েছিলে? ___এই একটু বাহিরে,,,দেখ তোমার জন্য কি নিয়ে এসেছি। ___কই দেখি কি এনেছ? ___এই যে বাশি। বাবার কাছ থেকে বাশিটা নিয়ে বাজালাম। তারপর বাবার সাথে পড়তে বসলাম। রাতে পড়া শেষ করে বাবা আমাকে খাইয়ে দিল। তারপর বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। শুরু থেকে শেষ পর্যন্ত লেখা কল্পনা। হয়তো আমার বাবা বেচে থাকলে ছোটতে আমাকেও এভাবেই ভালবাসতেন। উৎস্বর্গঃ পৃথিবীর সকল বাবা কে।
Posted on: Sun, 30 Nov 2014 02:44:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015