গাজীপুরে ঈদের নামাজে - TopicsExpress



          

গাজীপুরে ঈদের নামাজে "মীর হাবিবুর রহমান যুক্তিবাদী(মঃদঃরঃচঃদঃ )" নামক জনৈক খোদার খাঁছ মোমেন বান্দা জাকির নায়েককে ধোঁকাবাজ বলে ফতোয়া প্রসব করেন!! প্রসব যেহেতু করেছেন, প্রসব বেদনা হওয়াটাও স্বাভাবিক!! নামের লগে "যুক্তিবাদী" থাকিলেও তেঁনাদের যুক্তির দৌঁড় আমার জানা আছে!!! চ্যালেঞ্জ করলাম প্রকাশ্যে, শুধু নাস্তিকদের কয়েকটা প্রশ্ন করব, উত্তর দেয়া তো বহুত দূরের কথা, প্রশ্ন গুলা শুনিবামাত্র মোমেন বান্দার ঈমানে ভাঁটা পড়ার ব্যাপক সম্ভাবনাও আছে!!! অথচ, এসব অহরহ প্রশ্নের উত্তর জাকির নায়েক চোখ বন্ধ কৈরা দিতে সক্ষম, যার দ্বারা লক্ষ লক্ষ মুসলিম তরুণরা আল্লাহর ইচ্ছায় হিদায়াতপ্রাপ্ত হচ্ছে!!!! যেখানে মোমেন বান্দারা নিজেরা নাস্তিকের বালডাও ছিঁড়তে পারে না, তাই তাদের উচিৎ জাকির নায়েককে সন্মান করা, উৎসাহ দেয়া!! অথচ সেখানে মোল্লা সাহেপ #ধোঁকাবাজ ফতোয়া প্রসব করছে!!! আর ছাঁইয়া দিদিরা খুশি মনে সেটা শেয়ারও করছে!!! তাহলে নিজেই দেখুন, এই মাদারবোর্ড কাঠমোল্লা সাহেপ কি পরোক্ষভাবে নাস্ত-ছাঁইয়াকেই সাহায্য করল না!!
Posted on: Sat, 10 Aug 2013 04:40:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015