গাজা সংকট ও বিপন্ন - TopicsExpress



          

গাজা সংকট ও বিপন্ন মানবতা: আসুন আমরা প্রতিবাদ করি নিরস্ত্র ও বেসামরিক এই শিশুদের প্রতি ইসরায়েলী সেনাবাহিনীর এই নৃশংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই হত্যাকান্ডের মধ্যে ইসরায়েল ও তার মিত্রদের দাবি করা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কোন লেশমাত্র নেই। এই শিশুদের এবং ফিলিস্তিনীদের আত্মরক্ষার অধিকার কোথায়? এটি ঠান্ডা মাথায় গণহত্যা। আজ পাঁচ ঘন্টার সাময়িক যুদ্ধ বিরতির আগে পর্যন্ত ইসরায়েলী হামলায় নিহত ফিলিস্তিনী মানুষের সংখ্যা ২১৪। আহত আরও প্রায় ১,৫০০ জন। হতাহতের মধ্যে এক তৃতীয়াংশ শিশু। পক্ষান্তরে, জঙ্গী সংগঠন হামাস, যারা সকল ফিলিস্তিনীর প্রতিনিধিত্ব করেনা, তাদের হামলায় নিহত ইসরায়েলীর সংখ্যা ১। আহত ৪ জন। স্বঘোষিত মোড়লরা যখন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে গণহত্যা চালিয়ে যাওয়া একটি বর্ণবাদী রাষ্ট্রের পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তখন তাঁরা কখনও একবারও উচ্চারণ করেননা যে ঐ সন্ত্রাসের শিকার মানুষ, পরিবার, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীরও আত্মরক্ষার অধিকার আছে। তাদের এই দ্বিমুখী, বিভেদ ও বঞ্চনাপূর্ণ তথাকথিত নীতি ভন্ডামী ছাড়া আর কিছুই নয়। বিবেক সম্পন্ন প্রতিটি মানুষের দায়িত্ব অন্তত:পক্ষে ব্যক্তিগতভাবে এবং গোষ্ঠীবদ্ধভাবে এই ভন্ডামী ভিত্তিক নীতির তীব্র প্রতিবাদ করা। সম্ভব হলে রুখে দাঁড়ানো। আসুন আমরা প্রতিবাদ করি। কারও প্রতি ঘৃণা ও বিদ্বেষ না ছড়িয়ে, সন্ত্রাসীদের মতো আচরণ না করে, দায়িত্বশীলতার সাথে আইনসঙ্গত পন্থায় সোচ্চার প্রতিবাদ করি। Gaza-Israel conflict: Four boys killed on beach by rocket fire 16 July 2014 Last updated at 22:55 BST Israeli shelling has killed 220 people according to Palestinian officials, including four boys on a beach in Gaza. The children were all members of the same extended family and were playing on the seafront outside a hotel used by foreign journalists. Israeli officials urged the evacuation of several districts in the Gaza Strip where more than 100,000 people live, as it intensified its operation against Palestinian militants. It has also announced humanitarian ceasefire for six hours on Thursday, at the request of the UN. Lyse Doucet reports from Gaza Read more Israel warns Gazans to leave homes as air strikes continue
Posted on: Thu, 17 Jul 2014 08:49:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015