●গার্লফ্রেন্ড : - TopicsExpress



          

●গার্লফ্রেন্ড : প্লিজ... আমাকে মাফ করেদিও জানু , আজ আমি তোমাকে একটাকথা বলতে চাই। কাডু ভাই : হ্যাঁ সুইটহার্ট, বলো বলো,কি বলতে চাও...?? গার্লফ্রেন্ড : আমি তোমার কাছে কিছু গোপন করছি। আসলে হয়েছে কি..... অন্য একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনে সপ্তাহে আমাদের বিয়ে। আমি তোমার সাথে এতটা সময় একসাথে কাটিয়েছি, ফেসবুকে কতো কতো কথা বলেছি, কতো সিনেমা দেখেছি, ডেটিং করেছি, শপিং করেছি, আর..... কাডু ভাই : ব্যাস, ডার্লিং...ব্যাস , তুমি দেখছি আমাকে emotional করেই ছাড়বে...। এটা কোনো ব্যাপারই না, চলো..... . . . . . . . . . . আজ আমিও তোমার সাথে আমার বউ আর বাচ্চাদের পরিচয় করিয়ে দিই...।
Posted on: Fri, 05 Dec 2014 04:38:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015