গত পাঁচ বছর ধরে - TopicsExpress



          

গত পাঁচ বছর ধরে খেলোয়াড়দের ব্যাক্তিগত নৈপুণ্যের উপর ভিত্তি করে আমার মতে বিশ্বের সেরা টেস্ট একাদশঃ ১. হাশিম আমলা ২. অ্যালিস্টার কুক ৩. কুমার সাঙ্গাকারা ৪. জ্যাক ক্যালিস ৫. মাইকেল ক্লার্ক ( অধিনায়ক ) ৬. সাকিব আল হাসান ৭. ম্যাট প্রায়র ( উইকেটকিপার ) ৮. মর্নে মরকেল ৯. ডেল স্টেইন ১০ সাইদ আজমল ১১. জেমস অ্যান্ডারসন ব্যাখ্যাঃ- তিন নাম্বারে সাঙ্গার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোনাথন ট্রট ও রাহুল দ্রাবিড় কিন্তু সাঙ্গাকে বেশী কার্যকরী মনে হয় । চার নাম্বারে জ্যাক ক্যালিসের বিকল্প হতে পারে কেভিন পিটারসেন কিন্তু ক্যালিস যেহেতু অলরাউন্ডার তাই তাকে এগিয়ে রাখবো । ছয় নাম্বারে সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবনারায়ণ চন্দরপল, মাইক হাসি ও ইয়ান বেল, কিন্তু আমি টিমে একজন স্পিনিং অলরাউন্ডার চাই, তাই সাকিব । আট নাম্বারে মর্নে মরকেলের বিকল্প হতে পারে স্টুয়ার্ট ব্রড বা পিটার সিডল কিন্তু মরকেলকে বেশী কার্যকরী মনে হয় । যথারীতি একবস্তা ধইন্যাপাতা পাইবে Iftekhar Mahmud Ziad :)
Posted on: Wed, 03 Jul 2013 15:10:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015