গতকাল আমার এক বন্ধুর FB STATUS - TopicsExpress



          

গতকাল আমার এক বন্ধুর FB STATUS দেখে খুবই মরমাহত হয়েছি। সে লিখেছে “ why have I selected this hell profession, no money, no freedom, nothing.. I have just spoiled my life”. UN মিশনে D R CONGO তে কর্ম্রত থাকার সুবাধে হাজারো অভিজ্ঞতা আমার হয়েছে। তার একটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন বিকাল হলেই ক্যাম্পের মাঠে আমরা ক্রিকেট খেলতে যাই। খেলা শুরু হলেই ১৫ হতে ২০ জন ৮-১০ বছরের বাচ্চা কাচ্চা আমাদের খেলা দেখতে চলে আসে। তাদের দেখলে মনে হয় নতুন কাপড় কি জিনিস তা মনে তারা কল্পনাও করতে পারে না। প্রত্যেকের গায়ে জরাজির্ণ পোষাক, চেহারাতে ক্ষুধা আর ক্লান্তির ছাপ। বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করে যদি আমাদের মনে একটু দয়া হয়, এক প্যাকেট বিস্কিট বা চকলেট যদি দিই, হয়তোবা সারাদিনের ক্ষুধা আর ক্লান্তি মিটাবে। প্রতিদিনের মতো সেদিনও আমরা ক্রিকেট খেলছিলাম। বাচ্চা্রাও হাজির। এই মূহুর্তে গত রাত এবং দুপুরের ময়লা ও বাসি খাবার ঝুড়িতে করে ডাস্টবিনে ফেলার জন্য নেয়া হচ্ছিল। সারাদিনের ক্ষুধা আর ক্লান্তি আর সহ্য করতে না পেরে বাচ্চা গুলো সেই ময়লার ঝুড়ির উপর আছড়ে পরলো। যা ছিল আমাদের অতিরিক্ত উচ্ছিষ্ট, ময়লার ডাস্টবিনে ছিল যার ঠিকানা, সেই পচা ও বাসি খাবার বাচ্চাগুলো পেট ভরে খেল। এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারি নি সেইদিন। কিসের এত অভাব আমাদের? আর কত চাই আমরা? অন্তত তিন বেলা পেট ভরে খেতে পারছি, ভাল জামা কাপড় পরছি, নিজের বিছানায় ঘুমাতে পারছি। এটাই কি যথেষ্ট নয় আমাদের জন্য!!!!!!!! মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে শুকরিয়া জানানো উচিত কারণ অন্তত সেইসব জরাজির্ণ, ক্ষুধার্তদের থেকে তো আমরা অনেক ভাল আছি। আলহামদুলিল্লাহ…।।
Posted on: Tue, 01 Oct 2013 04:30:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015