গতকাল রাত নটা-সাড়ে নটার - TopicsExpress



          

গতকাল রাত নটা-সাড়ে নটার দিকেই ঘুমিয়ে পরেছিলাম ।নিঃশ্বর্থ টাইপ ঘুম (what is sleep)।কোন বাঁধা মানেনা ।একেবারে বাঁধভাঙ্গা ঘুম ।কোনভাবে খাওয়া-দাওয়া সেরে বিছানায় গা এলিয়ে দিলাম ।ঝামেলা বাঁধে তখনই ।ঘুম আর আসে না । মনির ফাস্ট এ্যন্ড ফিউরিয়াস:6 সিনামাটা চালু করে বললো ঘুমের বড়ি ।আসলেও বোধহয় ঘুমের বড়ি ।সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণের ভেতরেই ঘুমিয়ে পরলাম ।সমস্যাটা কোথায়? চার মাস আগেও সিনেমাটা দেখতে-দেখতে ঘুমিয়ে পরেছিলাম ।গতকালও একই দশা ।কি আছে এই সিনেমায় ? আগের পর্বগুলোতো এমন হয়নি । দশা যে তখনো শেষ হয়নি কে জানতো ? ভাগ্যের কি নির্মম পরিহাস ।বন্ধুবর ফয়সাল চৌধুরীর স্ট্যাটাস দেখে এই দুঃখজনক সংবাদটি জানলাম ।উইকি থেকে নিশ্চত হলাম ।মনটাই খারাপ হয়ে গেল ।কিন্তু গতরাতের কোইন্সডেন্সটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না । strange very strange! How i call it co-insidece? আমরা কি কোনভাবে কানেকটেড? আমরা সবাই কানেকটেড ।এই মহাবিশ্বের সব কিছুই কানেকটেড ।আর সে কারনেই বার্তাটা কোন না কোনভাবে কারো না কারো মাধ্যমে পৌছে যায় !
Posted on: Sun, 01 Dec 2013 13:06:14 +0000

Recently Viewed Topics




© 2015