গতকাল রাত ৩ টার দিকে - TopicsExpress



          

গতকাল রাত ৩ টার দিকে এয়ারটেল থেকে আসা মেসেজ এর কারনে ঘুম ভেঙ্গে গেল, মেসেজে লিখা;"মনের মত পাত্র-পাত্রী খুঁজে পেতে এই নাম্বারে ডায়াল করুণ,সাপ্তাহিক চার্জ ৮ টাকা"। মেজাজ খারাপ কইরা ফোন দিলাম হেল্পলাইনে,এক ছেলে ফোন ধরল... ছেলেঃ এয়ারটেল কাস্টমার কেয়ার থেকে অমুক বলছি,আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, স্যার? আমিঃ আপনারা কি ঘুমাইতেও দিবেন না,রাত্রে তিনটার সময় পাত্র পাত্রী খুজার জন্য মেসেজ পাঠান,আমার বউ নাই বইলা কি এখন রাত্রে তিনটার সময় মেসেজ দিয়া এইটা মনে করায় দিতে হবে। ছেলেঃ দুঃখিত স্যার... আমিঃ দুঃখ ক্যান পাইছেন ? অসময়ে মেসেজ আসছে এই জন্য, নাকি আমার বউ নাই এই জন্য... ছেলেঃ অসময়ে মেসেজ গেছে এই জন্য। আমিঃ এই মেসেজ কোনও বিবাহিত পুরুষের মোবাইলে গেলে , তার যদি আবার বিয়া করতে ইচ্ছা হয় ... তার সংসার ভাইঙ্গা গেলে , এর দায়ভার কি এয়ারটেল নিবে? ছেলেঃ স্যার, আসলে এইভাবে ভেবে দেখি নাই,আমি অব কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। আমিঃ লাখ টাকা দেনমোহর দিয়া বিয়া দিলে ওইটাই টিকেনা আর আপনারা ৮ টাকা দিয়া বিয়ার ব্যবস্থা করতেছেন,এইটা কিছু হইল? ছেলেঃ স্যার , আপনার কথা গুলা আমার প্যাঁচ লেগে যাচ্ছে ... আপনার অভিযোগ আমি লিখে রাখতেছি। আমিঃ কাঁচা ঘুম ভাইঙ্গা ফোন ধরলে প্যাঁচ লাগাটা স্বাভাবিক...ফোন রাখতেছি। ...এইটুক পর্যন্ত হইলে ভালোই হইত,আজকে সকাল ১০ টার সময় আবার মেসেজ আসছে পাত্র-পাত্রী খোজার জন্য।এই স্ট্যাটাস লিখতে লিখতে আরেকটা মেসেজ আসছে এয়ারটেল থেকে।আমার ধারনা কাঁচা ঘুমের কারনে সে ভুল অভিযোগ লিখে রাখছে ,"এই লোক পাত্র- পাত্রীর মেসেজ পাইতে পছন্দ করে , উনারে তিনবেলা করে এই মেসেজ দেওয়া হোক" cltd . . gontobbohin pothik
Posted on: Fri, 30 Aug 2013 05:51:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015