গতকাল রাতে ৩টি - TopicsExpress



          

গতকাল রাতে ৩টি উদযাপন ইসলামে হারাম হিসেবে গন্য করার বিষয়ে উলামাদের মতামত উল্লেখ করেছিলাম। . তারপর থেকেই ইনবক্স প্রেসার বেড়েই চলেছে। সবাইকে ইনবক্সে উত্তর না দিয়ে স্ট্যাটাস হিসেবেই দিলাম। . এই স্ট্যাটাসে ১লা জানুয়ারী-কে New Years Day হিসেবে উদযাপনের ইতিহাস উল্লেখ করা হলো. জন্মদিন এবং বিবাহ বার্ষিকী উদযাপনের স্ট্যাটাস একত্রে পরবর্তীতে দেয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ। . ঈসা ইবনে মারইয়াম (আলাইহিস সালাম) এর জন্মের ৪৬ বছর আগে থেকেই ১লা জানুয়ারী কে New Years Day হিসেবে পালন করে আসছিল রোমক সম্রাটগণ। আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারও (De facto calendar) সেই ধারাবাহিকতায় ১লা জানুয়ারীকে বছরের দিন বা New Years Day হিসেবে পালন করে আসছে। . প্রশ্ন হচ্ছে কোথা থেকে ১লা জানুয়ারী এলো? ইতিহাসে দুই রকম বর্ণনা পাওয়া যায় এই বিষয়ে। . (১) রোমান সাম্রাজ্যের মুশরিকরা Janus নামে এক ঈশ্বরের ইবাদত করত যাকে তারা God of gates, doors, and beginnings বা শুরুর স্রস্টা হিসেবে মানতো। মূলত তারা অনেক জন সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল তার মধ্যে Janus ছিল অন্যতম। Janus এর মূর্তির দুইটি মাথার একটি সামনের দিকে মুখ করা এবং অন্যটি পেছনের দিকে মুখ করা। দুপাশে দুটি মাথা দ্বারা নির্দেশ করে Janus সামনে ও পেছনে - সবদিকেই দেখতে পায়। প্রতীকী ভাবে এটি বুঝায় - Janus অতীত ও ভবিষ্যৎ দেখতে পায় ও ভবিষ্যৎ নিয়ন্ত্রনের ক্ষমতা রাখে। এই Janus এর নাম অনুসারে বছরের প্রথম (beginning) মাসের নাম দেয়া হয় January। ১লা জানুয়ারী কে New Years Day হিসেবে পালন করার মূল উপাদ্য ছিল যাতে তাদের ঈশ্বর Janus খুশি হয়, যাতে তাদের বছরের যাত্রা শুভ হয়। স্বাভাবিক ভাবেই ৩১ ডিসেম্বরের আনন্দ উদযাপন সেই Janus এর প্রতি একটি ভালো যাত্রার আনন্দময় সমাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশের অনুসঙ্গ হয়ে উঠত। . [The Calendar of the Roman Republic, Michels, A K. p. 97-98, Roman Religion, Warrior Valerie. p. 110] . (২) অধিকাংশ ওয়েস্টার্ন ইউরোপের দেশ ১৭৫২ সাল থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে অনুসরণ করার আরো অনেক আগে থেকেই ১লা জানুয়ারীকে New Years Day হিসেবে পালন করে আসছে। খ্রিস্টীয় মতবাদ অনুসারে ঈসা (আঃ) এর জন্মের অষ্টম দিন তাঁর খাতনা (Circumcision) করা হয়েছিল এবং সেই কারণে একটি ভোজের ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকেই ১লা জানুয়ারীতে আনন্দ প্রকাশ করত তারা। এখন পর্যন্ত Anglican Church এবং Lutheran Church এই রীতি অনুসারে ১লা জানুয়ারীতে আনন্দ প্রকাশ করতো। . [Dictionary of Theological Terms, McKim, Donald. p. 51, A Companion for the festivals and fasts of the Protestant Episcopal Church, Hobart, John Henry. p. 284] .
Posted on: Wed, 31 Dec 2014 14:32:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015