ঘর এমন একটা জায়গা যেখানে - TopicsExpress



          

ঘর এমন একটা জায়গা যেখানে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে হয় :-( family এমন একটা দিক যে mentally strong বানায় :-( friends হলো বেচে থাকার source :-) মানুষ যখন যুদ্ধ করতে করতে হেরে যায় তখন এই কাছের মানুষগুলোর কাছে ফেরে আবার বাচতে আবার লড়তে আবার জিততে :-) coz পৃথিবীর সবার কাছে হয়তো অনেক বড় কিছু হয়তো কারো কাছে আমি কিছূই না :-) কিন্তু এই মানুষগুলোর কাছে আমি সব কিছু :-) Ammu ভাইয়ার কাছে আমি ছোট ঝলক :-) হাজার বায়না হাজার দুঃখ এই মানুষগুলোকেই বলা যায় :-) this peoples treats me as their princess ♥♥ আর আমার বন্ধুগুলা তোদের জন্য বলি u guys r my life :-D ওদের কাছে আমি ওদের দুনিয়া :-) বাসায় যখন ফিরি কত্তবার যে cl দেয় ওরা নিজেরে celebraty celebraty লাগে :-D সবচেয়ে বড় কথা কি এই মানুষগুলা আমি যা তাতেই আমাকে ভালোবাসে :-) at least এই মানুষগুলোর সামনে আমাকে happy থাকার pretend করতে হয় না :-) আসলে তোদের জন্যই বেচে আছিরে না হয় কবেই হারিয়ে যেতাম আমার পৃথিবীটা খুব বড় না বড় করতেও চাইনা তোমরা আছো Alhamdulillah :-)
Posted on: Mon, 01 Dec 2014 09:55:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015