ঘরে বসেই করুন ব্রণের - TopicsExpress



          

ঘরে বসেই করুন ব্রণের মোকাবেলা ১.কমলার খোসা: কমলার খোসা শুকিয়ে বেটে পানির সাথে মিশিয়ে পেস্ট করুন ।এই পেস্ট আক্রান্ত স্থানে মেখে ২৫-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন । ২.ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশ ভালোমতো ফেটে নিন ।এই ফেটানো মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন ।এতে থাকে হিলিং প্রোটিন যা অনেক উপকারী ব্রণের জন্য । ৩. টুথপেস্ট আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫-২০মিনিট রেখে ধুয়ে ফেলুন । ৪.পুদিনা পাতা : পুদিনা পাতা বেটে রসটুকু মেখে ১৫ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন । ৫.মধু ও দারুচিনি গুড়া একসাথে মিশিয়ে রাতের বেলা মেখে পরের দিন হালকা গরম পানিতে সকাল বেলা মুখ ধুয়ে ফেলুন । ৬.জয়ফল ও কাঁচা দুধ একসাথে মিশিয়ে মুখে ২ঘন্টা রেখে ধুয়ে ফেলুন । ৭.হলুদ ও নিমপাতা বেটে মুখে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে ভাল ফল পাবেন । ৮.গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন । ৯.লেবুর রস ও কাঁচা দুধ মিশিয়ে লাগালে উপকার পাবেন । ১০.গোলাপ জল ও চন্দন মিশিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন । বেশী ব্রণের প্রকোপ হলে একজন ভালো ডার্মালজিস্ট এর সাথে যোগাযোগ করা ভাল । ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর পোস্ট এ নিয়মিত লাইক, কমেন্ট না করলে ধীরে ধীরে পোস্ট আর দেখতে পাবেন না। তাই পোস্ট ভাল লাগলে লাইক দিয়েশেয়ার করে পেজে একটিভ থাকুন।
Posted on: Fri, 17 Oct 2014 04:17:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015